1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাহুলকে ৩০ ঘণ্টা জেরার পরেও খুশি নয় ইডি

১৬ জুন ২০২২

টানা তিনদিন ৩০ ঘণ্টা জেরা করা হয়েছে রাহুল গান্ধীকে। ফের শুক্রবার তাকে হাজিরা দিতে বলা হয়েছে।

https://p.dw.com/p/4ClyZ
রাহুল গান্ধী
ছবি: Dinesh Joshi/AP Photo/picture alliance

সোম এবং মঙ্গলবারের পর বুধবারও প্রায় নয় ঘণ্টা জেরা করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তিনদিনে ৩০ ঘণ্টা জেরা করা হয়েছে তাকে। কিন্তু তাতেও খুশি নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। বৃহস্পতিবার তাকে আবার ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু রাহুল একদিনের বিরতি চান। ফলে বৃহস্পতিবারের জায়গায় তাকে শুক্রবার ফের যেতে হবে ইডি-র দপ্তরে।

কেন বার বার ডাকছে ইডি

ন্যাশনাল হেরল্ড মামলায় রাহুলকে বার বার ডেকে পাঠাচ্ছে ইডি। কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীকেও ডেকে পাঠানো হয়েছে। সোনিয়া এখন হাসপাতালে, তাই যেতে পারছেন না।

এজেএল সংস্থার হাতে ছিল ন্যাশনাল হেরল্ড। সেখান থেকে তা ইয়ং ইন্ডিয়া কোম্পানির হাতে আসে। ইয়ং ইন্ডিয়া একটি নন প্রফিট চ্যারিটেবল ট্রাস্ট। কিন্তু ইডি-র বক্তব্য, ইয়ং ইন্ডিয়া কখনো কোনো সমাজসেবামূলক কাজ করেনি। তারা কেবলমাত্র টাকা সরিয়ে দেয়ার জন্য তৈরি সংস্থা এবং সেই টাকা গেছে গান্ধী পরিবারের কাছে।

এবিষয়ে রাহুলের সমস্ত বক্তব্য ইডি নতিভুক্ত করেছে। রাহুল তা দেখে সইও করেছেন। ইডি সূত্রে জানা গেছে, রাহুল জানিয়েছেন, ন্যাশনাল হেরল্ড সংক্রান্ত হিসেবনিকেশ কংগ্রেসের এক কোষাধ্যক্ষ করতেন। তিনি এখন মৃত। এবিষয়ে সমস্ত নথি কেবল তিনিই জানতেন। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, রাহুল তা সম্পূর্ণ অস্বীকার করেছেন বলেও জানা গেছে।

এদিকে কংগ্রেসের অভিযোগ, বুধবার কংগ্রেস কার্যালয়ে ঢুকে পুলিশ কর্মীদের গ্রেপ্তার করেছে। সোমবার থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের ছোট-বড় সমস্ত নেতারা।

এসজি/জিএইচ (পিটিআই)