1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাহুল গান্ধীর কী আনন্দ!

৮ জুলাই ২০১৯

বড় দলের নেতা হওয়া অনেকের জন্য পরম সৌভাগ্যের৷ একবার হয়ে গেলে অনেকে নেতৃত্ব তাই ছাড়তেই চায় না৷ কিন্তু রাহুল গান্ধীকে দেখুন, কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে কী আনন্দে কাটাচ্ছেন অবসর সময়৷

https://p.dw.com/p/3Ll5h
Indien Gandhi Ashram in Ahmedabad | Rahul Gandhi & Sonia Gandhi
ছবি: Getty Images/AFP/S. Panthaky

তার একটা ভিডিও এখন রীতিমতো ভাইরাল৷ কয়েকদিন আগে জানিয়েছেন, দল চাইলেও আর তিনি সভাপতি থাকবেন না৷ নেতৃত্বে পরিবর্তন দরকার৷ সেই পরিবর্তন তিনি সরে না দাঁড়ালে আসবে কী করে!

তা সভাপতির পদ ছেড়ে দিয়ে এখন কেমন আছেন রাহুল? ভিডিওটা দেখে মনে হলো দিব্যি আছেন তিনি! নইলে ভারতের রাজনীতির এত ‘গুরুত্বপূর্ণ' এক পরিবারের সদস্য হয়ে, কংগ্রেসের মতো দলের সদ্য সাবেক সভাপতি হয়ে কেউ হলে বসে সিনেমা দেখতে পারেন?

দিল্লির এক মাল্টিপ্লেক্সে এভাবেই দেখা গেল তাকে৷ দেখা গেল, রাহুল খুব মন দিয়ে ‘আর্টিকেল ফিফটিন' দেখছেন৷ দেখতে দেখতে সাধারণ দর্শকদের মতো পপকর্নও খাচ্ছেন৷ সাধারণ দর্শকদের কাতারে রাহুলকে দেখে মুগ্ধ সবাই৷ বহুবার দেখা হয়েছে এই ভিডিও৷ এনডিটিভি-সহ ভারতের অনেক সংবাদমাধ্যমের খবরেও স্থান পেয়েছে চাপমুক্ত রাহুলের চলচ্চিত্রে আনন্দ খোঁজার ভিডিও৷

এসিবি/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য