1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাস্তা কারো বাপের নয়'

১৫ আগস্ট ২০১৮

সস্ত্রীক গাড়ি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি৷ বেশ নিশ্চিন্তে উলটো পথে ঢুকে পড়লেন এক রাস্তায়৷ হঠাৎ সামনে হাজির এক ট্রাফিক সার্জেন্ট৷ গাড়ির চালক সলাজে জানালেন, ট্রাফিক পুলিশকে না দেখায় এমনটা করেছেন তিনি৷

https://p.dw.com/p/339hq
Deutschlandtreffen der Entenfreunde in Kommern
ছবি: picture-alliance/dpa/O. Berg

সস্ত্রীক গাড়ি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি৷ বেশ নিশ্চিন্তে উলটো পথে ঢুকে পড়লেন এক রাস্তায়৷ হঠাৎ সামনে হাজির এক ট্রাফিক সার্জেন্ট৷ গাড়ির চালক সলাজে জানালেন, ট্রাফিক পুলিশকে না দেখায় এমনটা করেছেন তিনি৷

কিন্তু ট্রাফিক পুলিশ বেশ আন্তরিকভাবেই জানালেন, গাড়ির চালককে চেনেন তিনি৷ তাঁর বাবা অনেক নামকরা ব্যক্তি ছিলেন৷ এমনকি তাঁর নামেই রাস্তাটির নামকরণ করা হয়েছে৷ ততক্ষণে অবশ্য যা বোঝার বুঝে নিয়েছেন, গাড়ি চালক৷ কেননা, যে রাস্তায় তিনি ভুল করে ঢুকেছেন, সেটির নামকরণ তো তাঁর বাবার নামে হয়নি৷

গাড়ির চালক বুঝতে পারেন, ট্রাফিক আইন ভঙ্গ করা ঠিক হয়নি, কেননা, ‘রাস্তা কারো বাপের নয়'৷ আর তাঁকে এই জ্ঞান দেয়া ব্যক্তি, মানে ট্রাফিক সার্জেন্ট হচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার৷ ট্রাফিক আইন মানা সংক্রান্ত তিনটি জনসচেতনতামূলক ভিডিও মঙ্গলবার পোস্ট করা হয় তাঁর ফেসবুক পাতা থেকে৷ সেগুলো অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়৷

আসলে ভারত সরকারের রাস্তায় নিরাপত্তা সংক্রান্ত প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অক্ষয় কুমার৷ দেশটিতে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত পরিসংখ্যান জানার পর এই নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন তিনি৷ নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে এই বিষয়ে জনসচেতনতা তৈরিতে নেমে পড়েন তিনি৷ বলাই বাহুল্য, কাজটি বেশ ভালোভাবেই করছেন অক্ষয়৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য