1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতিকে কুকুর উপহার

১ অক্টোবর ২০১৮

দুই দেশের মধ্যে দূ্রত্ব কমাতে অভিনব উদ্যোগ৷ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জে-ইনকে একজোড়া কুকুর উপহার পাঠালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন৷

https://p.dw.com/p/35nRs
Südkorea Pungsan Hunde Geschenk von Kim Jong Un
ছবি: picture alliance/AP Photo/South Korea Presidential Blue House

পুংসান প্রজাতির কুকুর দুটি বর্তমানে দুই কোরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির সাম্প্রতিকতম উদাহরণ৷ গত বৃহস্পতিবার এক বছর বয়সি কুকুরদ্বয় দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছায় বলে দক্ষিণ কোরীয় সরকারী সূত্রে জানা গিয়েছে৷ একই সূত্রমতে, ‘পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেবার সুবিধার্থে' কুকুরগুলোর জন্য তিন কিলোগ্রাম ওজনের খাদ্যও পাঠানো হয়েছে৷

কুকুর দুটির নাম সোংগাং এবং গোমি৷ সোংগাং পু্রুষ আর গোমি মেয়ে৷ সোংগাং এবং গোমির সাথে রাষ্ট্রপতির প্রাসাদে থাকবে দক্ষিণ কোরীয় ‘ফার্স্ট ডগ', টোরি, যে কিনা এই প্রাসাদে আশ্রিত প্রথম কুকুর৷

অক্টোবর মাসের শুরুতে রাষ্ট্রপতি মুন-এর পিয়ংইয়ং সফরকালে অভিনব এই উপহারের প্রস্তাব করেন কিম৷ পাশাপাশি রাজধানীতে বৈঠককালে একটি মিসাইল পরীক্ষার সাইট বন্ধ করতে এবং সৌল সফরেও রাজি হন তিনি৷ চলতি বছরে এই দুই নেতার মধ্যে সেটি ছিল তৃতীয় বৈঠক৷

উল্লেখ্য, একটি উত্তর কোরীয় প্রদেশের সাথে মিলিয়ে নাম রাখা আনুগত্য এবং শিকারবিষয়ক দক্ষতার জন্যে বিখ্যাত এবং 'প্রাকৃতিক ঐতিহ্যবাহী' পশু হিসাবে মনোনীত৷

কিন্ত, উত্তর কোরীয় নেতার পক্ষ থেকে দক্ষিণ কোরীয় নেতাকে জোড়া পুংসান কুকুর উপহার দেবার ঘটনা এই প্রথম নয়।এর আগে, ২০০০ সালে পিয়ংইয়ংয়ের একটি শীর্ষ সম্মেলনের পর কিম জং উনের পিতা কিম জং ইল দক্ষিণ কোরিয়ার সে সময়ের রাষ্ট্রপতি কিম দাই-জুংকে এমনই দুটি পুংসান কুকুর পাঠিয়েছিলেন৷ ২১ টি ছানার জন্ম দেওয়ার পর ২০১৩ সালে কুকুর দুটি প্রাকৃতিক কারণে মারা যায়৷ দুই কোরিয়ার জন্য যদিও এই কৌশল নতুন কিছু নয়, কিন্ত ভবিষ্যৎ আন্তঃকোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে অনেক সম্ভাবনার জানান দেয় এই ‘কুকুর কূটনীতি'৷

এসএস/এসিবি (এএফপি,রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য