1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হতে পারেন লেখিকা অরুন্ধতী রায়

২৬ অক্টোবর ২০১০

কাশ্মীর সম্পর্কে বিতর্কিত বক্তব্য রেখে কট্টর হুরিয়াত নেতা আলি শাহ গিলানির সঙ্গে বুকার পুরস্কার জয়ী লেখিকা অরুন্ধতী রায়কে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে৷ অপেক্ষা শুধু রাজনৈতিক সবুজ সঙ্কেতের৷

https://p.dw.com/p/PoMy
অরুন্ধতী রায়ছবি: AP

গত সপ্তাহে দিল্লিতে এক সেমিনারে কট্টর হুরিয়াত নেতা আলি শাহ গিলানি এবং বিশিষ্ট লেখিকা ও মানবাধিকারবাদী অরুন্ধতী রায় বলেছিলেন, কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান স্বাধীনতা৷ এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিল্লি পুলিশ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা জন্য তৈরি৷ কিন্তু বিষয়টি যতটা না আইনি, তার চেয়ে বেশি রাজনৈতিক৷ তাই রাজনৈতিক অনুমোদন জরুরি৷ আইনজ্ঞদের মতে, কেউ যদি তাঁর কাজে ও কথায় দেশে বিদ্বেষ ও ঘৃণা ছড়ায়, তাহলে ভারতীয় দণ্ডবিধির ১২৪(ক) ধারায় তাঁকে গ্রেপ্তার করা যেতে পারে, কারণ এটা শাস্তিযোগ্য অপরাধ৷ এতে তিন বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে৷ অরুন্ধতী রায় আজ শ্রীনগরে গিয়েও বলেছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়৷ জম্মু-কাশ্মীর পুলিশ এর আইনি দিক খতিয়ে দেখছে৷ কংগ্রেস মুখপাত্র মনীশ তেওয়ারি বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়৷ যদিও কেন্দ্রীয় সরকার এগোতে চাইছে সতর্কভাবে৷

বিজেপি মুখপাত্র প্রকাশ জাভেদকর আজ সংবাদ সম্মেলনে আলি শাহ গিলানি ও অরুন্ধতী রায়কে গ্রেপ্তার করা দাবি জানিয়ে বলেন, এটা পরিষ্কার রাষ্ট্রদ্রোহিতা৷ অবিলম্বে অভিযোগ দায়ের করে মামলা করা উচিত৷ কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী ড. ফারুক আবদুল্লার প্রতিক্রিয়া, দেশ ওদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, সেটা কীভাবে ব্যবহার করবে তা আমি বলে দেবনা৷ ওদেরকে বুঝতে হবে কোনটা ভুল কোনটা ঠিক৷

অরুন্ধতী রায় তাঁর বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ খণ্ডন করে শ্রীনগরে এক বিবৃতিতে বলেছেন, আমি যা বলেছি, তা কাশ্মীরীরা রোজ হাজারবার বলে৷ কাশ্মীরে বিশ্বের নিষ্ঠুরতম সামরিক দখলদারি কায়েম করার জন্য সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আমার ভাষণের অন্তর্নিহিত সুর কাশ্মীরীদের প্রতি ন্যায়বিচার৷ নির্বিচারে খুন,ধর্ষণ হয়েছে, অপরাধীদের শাস্তি হয়নি৷ তাই উঠেছে স্বাধীনতার আওয়াজ৷ আর লেখকরা মনের কথা বললে, তাঁদের জেলে পোরার কথা বলা হয়৷

অরুন্ধতী রায়কে সমর্থন করে অপর মানবতাবাদী অরুণা রায় বলেছেন, অরুন্ধতীকে গ্রেপ্তার করা হলে সেটা হবে ভারতের গণতন্ত্রের পক্ষে কালো দিন৷ মত প্রকাশ করা রাষ্ট্রদ্রোহিতা নয়৷ অতীতে অনেকেই অনেক বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন৷ এ সত্ত্বেও প্রশ্ন থেকে যায়, গণতন্ত্রে মতপ্রকাশের লক্ষণরেখাটা কী ?

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন