1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার নির্বাচনে অল্পের জন্য রক্ষা পেল পুটিনের দল

৫ ডিসেম্বর ২০১১

রাশিয়ার নির্বাচনে ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া জয়ী হলেও দলের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে৷ সংসদের নিম্নকক্ষ ডুমা’য় তারা হারিয়েছে ৭৭ টি আসন৷ এদিকে, নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দল৷

https://p.dw.com/p/13N0q
Members of election committee empty a ballot box after voting closed at a polling station during parliamentary election in Moscow, Russia, Sunday, Dec. 4, 2011. Russians cast their ballots with muted enthusiasm in national parliament elections on Sunday, a vote that opinion polls indicate could water down the strength of the country's dominant party. (Foto:Mikhail Metzel/AP/dapd)
রাশিয়ার নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন পর্যবেক্ষকরাছবি: dapd

বর্তমান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনের জন্য এটিই সবচেয়ে বড় ধাক্কা৷ গত নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হলেও এবার পুটিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া ৭৭ টি আসন হারিয়েছে৷ সোমবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদের নিম্নকক্ষের ৪৫০ আসনের ২৩৮টিতে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন সরকারি দল৷

অন্যদিকে, ২০ বছর আগে ধরাশায়ী রাশিয়ার কমিউনিস্ট পার্টি আবারও কিছুটা ঘুরে দাঁড়িয়েছে৷ ২০০৭ সালে ৫৭টি আসনে বিজয়ী হলেও রবিবারের নির্বাচনে ৯২টি আসন পেয়েছে তারা৷ মূলত ক্ষমতাসীন দলের বেশ কিছু ব্যর্থতায় ক্ষুব্ধ মানুষ আবারও কমিউনিস্ট পার্টির পক্ষে ভোট দিয়েছে বলে মনে করা হচ্ছে৷ বেশ কিছু ভোটার জানিয়েছেন যে, তারা কমিউনিস্ট পার্টিকে পছন্দ না করলেও বর্তমান সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবেই কমিউনিস্টদের ভোট দিয়েছেন৷ এছাড়া বিশ্লেষকদের মতে, তরুণ সমাজ, বুদ্ধিজীবী এবং ব্যবসায়ী মহলের একাংশকেও নিজেদের পক্ষে টানতে সক্ষম হয়েছে কমিউনিস্টরা৷

epa03024470 Activists of the pro-Kremlin youth movement Nashi (Ours) gather with flags before a stage decorated with portraits of Russian President Dmitry Medvedev during a concert in downtown of Moscow, Russia, 04 December 2011. Ruling party United Russia won Sunday's parliamentary election in a poll marred by hacker attacks on opposition websites and the arrests of dozens of people protesting alleged vote fraud. United Russia, headed by President Dmitry Medvedev, obtained 47 per cent of the popular vote with 26 per cent of all ballots counted, election officials said. EPA/SERGEI ILNITSKY
ফাইল ছবিছবি: picture alliance/dpa

তবে রবিবারের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে ওএসসিই নেতৃত্বাধীন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক দল৷ তাদের অভিযোগ, রবিবারের নির্বাচনে কারচুপি, প্রভাব খাটানো এবং ব্যালট বাক্স দখলের মতো পদ্ধতিগত অনিয়ম হয়েছে৷ এছাড়া বিরোধী দল কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দও ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন৷ দলীয় প্রধান এবারের নির্বাচনকে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর সবচেয়ে নিকৃষ্ট বলে মন্তব্য করেছেন৷ রাশিয়ার নির্বাচনে এমন অনিয়মের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি৷ সোমবার এক বিবৃতিতে জার্মান সরকারের মুখপাত্র গেয়র্গ স্ট্রাইটার বলেন, ‘‘নির্বাচনে অনিয়ম এবং অবৈধ হস্তক্ষেপের ঘটনায় বার্লিন সরকার গভীরভাবে উদ্বিগ্ন৷'' পর্যবেক্ষকদের প্রতিবেদনে উত্থাপিত অভিযোগ চিহ্নিত করে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান স্ট্রাইটার৷

তবে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘‘সুষ্ঠু, সঠিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নির্বাচন হয়েছে৷'' অবশ্য ভোটাররা এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে একটি সতর্ক বার্তা দিয়েছে বলেও মন্তব্য করেছেন মেদভেদেভ৷ তিনি আরো বলেন, বেশ কিছু অঞ্চলে ইউনাইটেড রাশিয়া ভালো করতে পারেনি৷ তবে এর পেছনে দলের উপর আস্থা হারানো নয় বরং কিছু স্থানীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দায়ী বলে মনে করেন মেদভেদেভ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য