1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

রাশিয়া, বেলারুশের উপর আরো নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

৯ মার্চ ২০২২

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে দেশটির উপর আরো নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ৷ সেই সঙ্গে আন্তঃব্যাংক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বেলারুশের কয়েকটি ব্যাংককে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ২৭ দেশের জোট৷

https://p.dw.com/p/48DJY
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে দেশটির উপর আরো নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ৷ সেই সঙ্গে আন্তঃব্যাংক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বেলারুশের কয়েকটি ব্যাংককে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ২৭ দেশের জোট৷
শীতকাল পর্যন্ত চলার মতো পর্যাপ্ত তরল গ্যাস ইউরোপের মজুত আছে বলে জানিয়েছেন ইউরোপীয়ান কমিশনের প্রধান ছবি: Patrick Pleul/dpa ZB/picture alliance

রাশিয়ার আরো নেতাকর্মী, শাসকগোষ্ঠী ও তাদের পরিবারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে যুক্তদের' বিরুদ্ধে নতুন এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে জোটের বর্তমান নেতৃত্বে থাকা ফ্রান্সের দপ্তর৷ পাশাপাশি দেশটির সমুদ্র খাতকেও নিষেধাজ্ঞায় যুক্ত করা হচ্ছে৷

বুধবারের আলোচনায় জোটের নেতারা বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নের ব্যাপারে নিজেদের মধ্যে আরো সমন্বয়ের বিষয়ে একমত হয়েছেন৷ ২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ৬৮০ ব্যক্তি, ৫৩ সংস্থার উপর ইইউ-এর নিষেধাজ্ঞা রয়েছে৷

সম্প্রতি রাশিয়ার সাতটি ব্যাংককে বৈশ্বিক আন্তঃব্যাংক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ৷ এবার তিনটি বেলারুশিয়ান আর্থিক প্রতিষ্ঠানকে সেই তালিকায় যুক্ত করা হয়েছে৷ বার্তা সংস্থা ডিপিএকে ইউরোপীয় এক কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া ও বেলারুশের কাছে প্রযুক্তি রপ্তানির উপরও শিগগিরই নির্দেশনা দেয়া হবে৷ যার ফলে দেশ দুইটির সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে ভার্চুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির লেনদেনও৷ সেই সঙ্গে সামুদ্রিক পরিবহণ খাতে আরো নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নেতারা সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ঐ কূটনীতিক৷ এর আগে জোটভুক্ত দেশগুলোর আকাশে রাশিয়ার উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল ইইউ৷

‘রাশিয়ার গ্যাস প্রয়োজন হবে না’

শীতকাল পর্যন্ত চলার মতো পর্যাপ্ত তরল গ্যাস ইউরোপের কাছে মজুত আছে বলে জানিয়েছেন ইউরোপীয়ান কমিশনের প্রধান উরসুল ফন ডেয়ার লাইয়েন৷ জার্মানির এআরডি টেলিভিশনকে তিনি বলেন, চাহিদা মেটাতে এই সময়ে রাশিয়া থেকে ইউরোপের গ্যাস আমদানি করতে হবে না৷ তিনি বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞাগুলো এমনভাবে দেয়া হয়েছে যাতে তা মস্কোর উপর সর্বোচ্চ প্রভাব ফেলে কিন্তু পশ্চিমা অর্থনীতির সর্বনিম্ন ক্ষতি হয়৷

মঙ্গলবার ইউরোপীয় কমিশন ইইউ-এর নতুন জ্বালানি পরিকল্পনা হাজির করে৷ সেখানে ২০৩০ সালের মধ্যে রাশিয়ার উপর থেকে গ্যাস নির্ভরতা শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দেয়া হয়েছে৷ তার বদলে বিকল্প সরবরাহকারী ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াবে ইইউ৷

এমন পরিকল্পনা ঘোষণার পর রাশিয়া তাদের গ্যাস রপ্তানি বন্ধের পাল্টা হুমকি দিয়েছে৷ রাশিয়া থেকে গ্যাস আমদানির জন্য তৈরি নতুন পাইপলাইন নর্ডস্ট্রিম টুয়ের অনুমোদন না দেয়ার ঘোষণা দিয়েছে সম্প্রতি জার্মানি৷ তার প্রেক্ষিতে রুশ ভাইস প্রেসিডেন্ট আলেক্সান্ডার নোভাক বলেন, বিদ্যমান নর্ডস্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার ‘পূর্ণ অধিকার' তাদেরও রয়েছে৷ বাল্টিক সমুদ্র দিয়ে স্থাপন করা এই পাইপলাইনটি শতভাগ সক্ষমতা ব্যবহার করে বর্তমানে রাশিয়া থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি৷ রাশিয়ার জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞার প্রভাব ইউরোপের উপর ‘ভয়াবহ' হবে বলেও উল্লেখ করেন তিনি৷

বর্তমানে ইউরোপ তার গ্যাস চাহিদার সিংহভাগই আমদানির মাধ্যমে মিটিয়ে থাকে৷ এর মধ্যে ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে৷ অন্যদিকে জ্বালানি তেলের ২৭ শতাংশ আমদানি হয় রাশিয়া থেকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান