1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়া গিয়ে পুটিনকে শান্তি প্রস্তাব শি জিনপিংয়ের

২১ মার্চ ২০২৩

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম শি মস্কো সফরে গেলেন। পুটিনকে ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তিপ্রস্তাব দিলেন শি।

https://p.dw.com/p/4OxnZ
ছবি: Sergei Karpukhin/Sputnik/REUTERS

সোমবার দুই রাষ্টপ্রধানের বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুটিন জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর হবে।

কিছুদিন আগেই তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন শি। এটাই তার প্রথম বিদেশ সফর। শি বলেছেন, "চীন এবং রাশিয়া স্ট্রাটেজিক পার্টনার। এই সম্পর্ক আরো অনেকটা বাড়িয়ে নেয়া প্রয়োজন।" এদিনের বৈঠকে এবিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে শি জানিয়েছেন।

দুইদিনের মস্কো সফরে গেছেন শি। পুটিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ থামাতে একটি ১২ পয়েন্টের শান্তিপ্রস্তাব রাশিয়াকে দিয়েছে চীন। রাশিয়া প্রস্তাবটি খতিয়ে দেখছে বলে পুটিন জানিয়েছেন।

চীনের এই প্রস্তাব অবশ্য ইইউ আগেই নাকচ করে দিয়েছিল। তাদের বক্তব্য চীনের প্রস্তাব একপেশে। সেখানে ইউক্রেনকে গ্রাহ্যই করা হয়নি। পুটিন অবশ্য চীনের প্রস্তাব গ্রহণ করেছেন।

বিশেষজ্ঞদের বক্তব্য, রাশিয়া-চীনের সমঝোতা ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুত শি-এর একটি মন্তব্য নিয়েও কূটনৈতিক মহলে আলোচনা হচ্ছে। শি বলেছেন, পুটিন যেভাবে কাজ করছেন, তাতে আগামী বছরেও তিনি ক্ষমতায় ফিরবেন। অন্যদিকে, পুটিন বলেছেন, তিনি শি-কে হিংসে করেন। শিয়ের হাত ধরে চীন প্রতিদিন শক্তশালী হচ্ছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)