1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৌদ্ধ মন্দির আবারো গড়া হচ্ছে

আরাফাতুল ইসলাম (এএফপি)২৫ অক্টোবর ২০১২

রামুতে ভেঙে ফেলা বৌদ্ধ মন্দিরগুলো আবারো নতুন করে গড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার৷ গত মাসে উচ্ছৃঙ্খল জনতা হামলা চালিয়ে ভেঙে ফেলে এসব মন্দির৷ ১৯টি মন্দির নতুন করে তৈরিতে খরচ হবে প্রায় বারো কোটি টাকা৷

https://p.dw.com/p/16WFV
গত মাসের ২৯ তারিখের কথা৷ রাতের বেলা একদল উচ্ছৃঙ্খল জনতা হামলা চালায় রামুর বৌদ্ধ বসতিতে৷ তারা ভেঙে ফেলে বৌদ্ধ মন্দির, আগুন জ্বালিয়ে দেয় বাড়িতে, লুটে নেয় দোকানপাট৷
ছবি: AFP/Getty Images

গত মাসের ২৯ তারিখের কথা৷ রাতের বেলা একদল উচ্ছৃঙ্খল জনতা হামলা চালায় রামুর বৌদ্ধ বসতিতে৷ তারা ভেঙে ফেলে বৌদ্ধ মন্দির, আগুন জ্বালিয়ে দেয় বাড়িতে, লুটে নেয় দোকানপাট৷ এই ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় ওঠে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে৷ কয়েকদিন পর দেশে ফিরেই তিনি রামু পরিদর্শন করেন৷

Bangladesch Dhaka Anschlag Tempel
ভেঙে ফেলা বৌদ্ধ মন্দিরগুলো পুনরায় গড়তে খরচ পড়বে প্রায় ১২ কোটি টাকাছবি: AFP/Getty Images

শেখ হাসিনার নির্দেশেই এখন নতুন করে গড়ে তোলা হচ্ছে মন্দিরগুলো৷ এই কাজ করছে সেনাবাহিনীর প্রকৌশলীরা৷ জেলা প্রশাসক রুহুল আমিন ফরাসি বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন এই তথ্য৷ তিনি বলেন, ‘‘সেনাবাহিনী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে৷ আমরা নকশা চূড়ান্ত করতে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করেছি৷ মন্দিরগুলোকে প্রায় আগের মতো করেই তৈরি করা হবে৷''

ভেঙে ফেলা বৌদ্ধ মন্দিরগুলো পুনরায় গড়তে খরচ পড়বে প্রায় ১২ কোটি টাকা৷ ২৯ সেপ্টেম্বরের সেই রাতে ১২০টি বৌদ্ধ বাড়িতেও হামলা চালিয়েছিল মুসলমানরা৷ সেসময় কিছু বাড়ি একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়৷ এক বৌদ্ধ তরুণ ফেসবুকে কোরান অবমাননার ছবি সংযুক্ত করেছে, এমন গুজব থেকে শুরু হয়েছিল উত্তেজনা৷ ‘দ্য ডেইলি স্টার' পত্রিকা অনুসন্ধান করে দেখেছে, যে ছবি নিয়ে গুজব, সেটি আসলে বানানো৷ কোনো বৌদ্ধ তরুণের সঙ্গে এই ছবির সম্পৃক্ততা নেই৷ এমনকি আলোচিত বৌদ্ধ তরুণও এই ছবি প্রকাশের অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷ অথচ এই ছবি নিয়ে সে সময় রামু ছাড়াও আরো পাঁচটি শহর এবং কয়েকটি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল৷

প্রসঙ্গত, বাংলাদেশের মোট জনসংখ্যার এক শতাংশেরও কম বৌদ্ধ৷ মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের অধিকাংশের বাস৷ বৌদ্ধ নেতারা জানিয়েছেন, স্বাধীনতার পর এরকম হামলা আগে কখনো দেখেননি তারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য