1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফিলিস্তিন

রাফা অভিযান বন্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ

২৫ মে ২০২৪

আন্তর্জাতিক বিচার আদালত গাজা উপত্যকার দক্ষিণে রাফা শহরে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইলকে।

https://p.dw.com/p/4gG0k
গাজা উপত্যকার রাফা শহরে একটি শিবিরে তাঁবুতে বাস করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
মিশরের সীমান্তে অবস্থিত রাফা শহরে ইসরায়েলি অভিযানের কারণে গাজা উপত্যকার বেশিরভাগ ফিলিস্তিনিই বাস্তুচ্যুত হয়েছেনছবি: Hatem Khaled/REUTERS

জাতিসংঘের সর্বোচ্চ আদালত- আন্তর্জাতিক বিচার আদালত রাফা শহরের মানবিক পরিস্থিতিকে 'বিপর্যয়কর' অভিহিত করে ইসরায়েলকে 'অবিলম্বে' শহরটিতে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ​​​​​​​ দিয়েছে।

ইসরায়েলকে 'তদন্তকারীদের গাজা উপত্যকায় নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার' নিশ্চিত করতে ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছে আদালত।

এই আদেশের পক্ষে ১৩ জন বিচারক ভোট দিয়েছেন, বিপক্ষে ছিলেন দুই জন।

আদালত বলেছে, ২৮ মে এর মধ্যে প্রায় আট লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। বেসামরিক নাগরিকদের ঝুঁকি কমাতে বা প্রয়োজনীয় খাবার, জল বা আশ্রয় দেওয়ার জন্য ইসরায়েলি প্রচেষ্টা 'পর্যাপ্ত নয়' বলেও মন্তব্য করেছে আদালত।

এই আদেশের পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে এক মাসের মধ্যে আদালতে অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর জন্য আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ মানার আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনও পুলিশ বা সামরিক বাহিনী নেই।

এই রায় চলাকালীন ইসরায়েল আগেই বলেছে, কোনো রায়েই তাদের অভিযানের সিদ্ধান্তে ব্যত্যয় ঘটবে না৷ রাফায় চালানো অভিযান সম্পর্কে দেশটির সরকার বরাবরই বলে এসেছে যে হামাস জঙ্গিদের কাছ থেকে আত্মরক্ষার  অধিকার তাদের রয়েছে৷

এই বছর এ নিয়ে তৃতীয়বার গাজায় মৃত্যু ও দুর্ভোগ কমানোর জন্য আন্তর্জাতিক বিচার আদালত আদেশ জারি করলো।

এডিকে/জেডএ (এপি, রয়টার্স)