1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রানির সঙ্গে মালালা

১৯ অক্টোবর ২০১৩

নোবেল শান্তি পুরস্কারটা পাওয়া হয়নি৷ তাই বলে মন খারাপ করে বসে নেই মালালা ইউসুফজাই৷ শুক্রবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের সঙ্গে খুব আনন্দঘন সময় কেটেছে তাঁর৷

https://p.dw.com/p/1A2VY
ছবি: Yui Mok/AFP/Getty Images

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০ জন প্রতিনিধিকে সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাকিংহাম প্যালেসে৷ নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ায় তালেবানের হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া মালালাও আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন সেখানে৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা৷ পাকিস্তানের ১৬ বছর বয়সি কিশোরীর সঙ্গে সেখানেই দেখা হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ আর তাঁর স্বামী প্রিন্স ফিলিপের৷ কিছুক্ষণ কথাও হয়েছে৷

Malala Yousafzai Sacharow Preis 2013
ছবি: picture-alliance/dpa

কথাবার্তার এক পর্যায়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে নিজের আত্মজীবনী ‘আই অ্যাম মালালা'-র একটি কপি উপহার দেন মালালা ইউসুফজাই৷ এ সময় ব্রিটেন সহ বিশ্বের সব দেশের শিশুদের স্কুলমুখী করার কাজ নিয়ে তাঁর আগ্রহের কথাও জানান৷ জবাবে প্রিন্স ফিলিপ বলেন, ‘‘ব্রিটেনের মানুষ বাচ্চাদের ঘরের বাইরে রাখার জন্য স্কুলে পাঠায়৷'' শিশুদের মধ্যে অতিরিক্ত দুষ্টুমি করার প্রবণতার দিকে ইঙ্গিত করে বলা এ কথা শুনে হেসে ওঠেন মালালা৷ এমন হাস্যোজ্জ্বল আবহেই শেষ হয় ৮৭ বছর বয়সি দ্বিতীয় এলিজাবেথ এবং ৯২ বছর বয়সি প্রিন্স ফিলিপের কথোপকথন৷

গত বছরের অক্টোবরে হত্যা করার উদ্দেশ্যে মালালাকে গুলি করেছিল তালেবান৷ প্রথমে পাকিস্তানে এবং তারপর ব্রিটেনের একটি হাসপাতালের চিকিৎসায় সেরে ওঠেন তিনি৷ এখন ব্রিটেনেই লেখাপড়া করছেন মালালা ইউসুফজাই৷

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য