রমণীদের পছন্দের পোশাক মিনি স্কার্ট | পাঠক ভাবনা | DW | 05.09.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রমণীদের পছন্দের পোশাক মিনি স্কার্ট

বর্তমান পৃথিবীতে বহুল ব্যবহৃত তথা আবেদনময়ী রমণীদের পছন্দের পোশাক মিনি স্কার্টের জন্মকথা ও জার্মানিতে পড়াশুনা বিষয়ক পরিবেশনা দুটি আমাদের জ্ঞানের পরিধিকে আরো বাড়িয়ে দিল৷

 জার্মানিতে পড়াশোনায় আগ্রহীদের জন্য ক্যাম্পাসের এ পর্বটি সত্যিই পথপ্রদর্শক স্বরূপ৷ জার্মানিতে শিক্ষাবৃত্তি ও পড়াশোনা বিষয়ক যাবতীয় তথ্যের জন্য ধন্যবাদ৷ চন্দন কুমার দে, কপিলমুনি, খুলনা৷

কলকাতায় মেসিকে যেমন দুর্ভোগ পোহাতে হয়েছে, কথা দিচ্ছি ঢাকায় এমনটি হবেনা৷ যদিও কলকাতার মত গরম এখানেও আছে তার পরও বাংলাদেশের সকল মানুষ এবং ফুটবলপ্রেমীরা মেসিকে মুগ্ধ করতে পারবো বলে আশা করছি৷ এবং কলকাতার তুলনায় ঢাকার খেলাটি আরো উপভোগ্য হবে৷ আর আমরা ইনশাল্লাহ প্রমাণ করবো ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা অসীম৷ খালিদ হাসান, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

শনিবারের ইনবক্স রবিবারের সকালে হুবহু কেন পুনঃপ্রচার করা হল সেটা আমার বোধগোম্য নয়৷ আসলে ডয়েচে ভেলে থেকে এ রকম পরিবেশনা আমাদের মোটেই কাম্য নয়৷ বিশেষকরে শ্রোতাদের এই ইনবক্স পবটি৷ মো.সিরাজুল ইসলাম, ডে নাইট ডয়চে ভেলে বেতার শ্রোতা ক্লাব, কাশীপুর মনিরের ভিটা, ফুলবাড়ি, কুড়িগ্রাম৷ 

আপনাদের সকল পরিবেশনা আমার খুব ভাল লাগে৷ ভাল লাগে মোনালিসা, সবুজ পথিবী, পশ্চিমের জানালা, এক কথায় ডয়েচে ভেলের সব অনুণ্ঠান আমাকে মুগ্ধ করে৷ তাপস চন্দ্র বর্মন, কুর্শা, কাউনিয়া, রংপুর৷ 

গত ৪ তারিখের ইনবক্স পুনঃপ্রচার করা হলো কেন? আশাকরি জানাবেন৷ প্রদ্যুৎ কুমার বরিক, সাতৈল, মান্দা, নওগাঁ৷

৪ তারিখ সকালের ইনবক্স পুনঃপ্রচার করা হলো, কি কারণে এমটা হলো? রুমন, নাচোল, চাপাই নবাবগঞ্জ থেকে জানতে চেয়েছেন৷

আশা ও বিশ্বাস কুশলে আছেন৷ আজ সকালের অনুষ্ঠান শুনে খুব ব্যথিত হলাম৷এর কারণ হল শনিবার এবং রবিবারে একই ইনবক্স প্রচার করা হলো৷ আমরা অনেক আশা নিয়ে ইনবক্স শুনতে বসেছিলাম৷ কিন্তু সেই আশা হতাশায় পরিণত হল একই ইনবক্স দুইবার শোনার কারণে৷

ডয়েচে ভেলের ওয়েবসাইট এ আপনাদের মতামত পাতায় আমাদের ক্লাবের বিভিন্ন সদস্যের নাম দেখে খুব ভাল লাগছে৷ আসলে নিজের নামটি কোন সংবাদ মাধ্যমে দেখলে বা শুনলে কার না ভাল লাগে৷ বাপি দেবনাথ,  শহীদমুক্তিযোদ্ধা ডি এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

রবিবার দিন  অধীর আগ্রহ নিয়ে  ইনবক্স শোনার অপেক্ষায় ক্লাবে বসেছিলাম৷ কিন্তু আপনারা ইনবক্স পুনঃপ্রচার করলেন না৷ এই ইনবক্স-এ মার্চ মাসের ধাঁধার ফলাফল জানাবেন বলেছিলেন কিন্তু আমরা সবাই হতাশ হলাম৷ তারপর পডকাস্টেও দেখলাম আপডেট করা হয়নি এ সপ্তাহের ইনবক্স৷ ডয়চে ভেলে থেকে এরকম হবে আমরা ভাবতে পারছিনা৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, নতুন রেডিও লিসনার্স ক্লাব, শাহানগর, মুর্শিদাবাদ৷

শনিবারের  ইনবক্স রবিবার পুনঃপ্রচার করার কারণ খুঁজে পেলাম না৷ তপন ও চৈতালী ব্যানার্জী,  জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

মিডিয়াম ওয়েভে শ্রোতাদের জন্য ইনবক্স-এ রাতের আসরে ফিরিয়ে আনুন৷ অজয় সরকার, রেডিও শ্রোতাসংঘ, বর্ধমান৷ 

আজ সাইবার ক্যাফেতে  গিয়ে আপনাদের সাজানো গোছানো জ্ঞানবর্ধক দারুণ ওয়েবসাইটটি দেখলাম৷ যা দেখে আমাদের ক্লাবের সবাই আনন্দিত৷ ডয়চে ভেলে মানে জ্ঞানের ভান্ডার৷ ডয়েচে ভেলে শোনা মানে বিশ্ব সম্পর্কে নানা  তথ্য জানা, অজানাকে  জানা৷ অমিত বসু, জননী রেডিও লিসেনার্স ক্লাব, তালা, সাতক্ষীরা৷ 

 আজকের সকালের অনুষ্ঠানের সব কয়টি বিষয় আমার মন রাঙিয়ে দিয়েছে৷ আগে শুনেছি শাক দিয়ে মাছ ঢাকার কথা কিন্তু এখন শুনছি শাঁখ দিয়ে মাছ ধরা যায়৷ বিজ্ঞানীদের ডলফিন সম্পকে গবেষণায় এ উক্তিটি আমাকে মোহিত করেছে৷

অন্য দিকে বর্তমানে শিল্পিত ফুটবলের যাদুকর মেসিকে নিয়ে ভারতে যে উন্মাদনার সৃষ্টি হয়েছে তারই ফলস্বরূপ যন্ত্রণাকর উপলব্ধি হয়েছে তাঁর৷ এর ধারাবাহিকতায় বাংলাদেশেও যেন এ রকম পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য আমাদের নিরাপত্তাবাহিনীকে  সচেতন হতে হবে৷ কেননা এটা দেশের মর্যাদার সাথে সম্পর্কিত৷ ধন্যবাদ মেসিদের আগমনের সকল খবর বিস্তারিতভাবে পরিবেশনের জন্য৷ 

আজ দুপুরে আমরা হারালাম দেশ বরণ্য রবীন্দ্র সংগীত তারকা অজিত রায়কে৷ যিনি রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি দেশাত্ববোধক গানেও যথেষ্ট পারদর্শী ছিলেন৷ যার মিষ্টিময় ও উন্মাদনামূলক দেশাত্ববোধক গানের সুরের ঝংকারে দেশমাতৃকার তরে জীবন বাজি রাখতে উদ্বুদ্ধ হয়েছিলেন লাখ লাখ বীর বাঙালি সন্তান৷ আমাদের ক্লাবের পক্ষ থেকে এই বাঙালি পাগলকরা শিল্পীর আত্মার শান্তি ও স্বর্গবাস কামনা করছি৷

গতকালের অনুষ্ঠানে জার্মানিতে গাড়ি বিষয়ক প্রতিবেদন শুনে আমরা হতবাক৷ কেননা যে জার্মানিতে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানুষের গর্বের বিষয় ছিল নামি দামি গাড়ি চালানো৷ কিন্তু সেখানে হঠাৎ গাড়ির কদর কমে যাওয়া এ বিস্ময়ের কারণ৷ তবে এ ধরনের পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়৷ তারপরও বিলাসবহুল গাড়ি ব্যবহারের যে গৌরব অতীতে ছিল তা হারিয়ে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন৷

গতকালের অনুষ্ঠানে জাপানে আবিষ্কৃত শার্প টেলিভিশনের কথা শুনে আনন্দিত হলাম৷এ পণ্যটি ২০২০সালের মধ্যে সারা বিশ্বের মানুষের হাতে পৌঁছে যাবে একথা শুনে আরো বেশি মুগ্ধ হলাম৷ তবে স্যামসাং ও এ্যাপলের মধ্যে স্মার্টফোনের মডেল সংক্রান্ত বিতর্কের খবরে খুবই মর্মাহত হলাম৷ এমন সৃষ্টিশীল প্রতিবেদন প্রচারের জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ সজল রঞ্জন ঘোষ ও কাজল রঞ্জন৷

সবিনয় নিবেদন এই যে, আজ সকালের অনুষ্ঠানে উত্তর কোরিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম৷  অনেক নুতন তথ্য জানা গেল৷  ডয়চে ভেলে নুতন তথ্যপূর্ন প্রতিবেদন প্রচার করে আমাদের মুগ্ধ করে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ 

মিনি স্কার্ট নিয়ে পরিবেশনাটি ছিল ব্যতিক্রমী৷ মনমোহন সিং এর বাংলাদেশ সফরের খবর নিয়মিত শুনছি৷ রোববারে পুরাতন  ইনবক্স  কেন  বুঝলাম না৷ ফয়সাল আহমেদ, সুলতানশাহী, গোপালগঞ্জ৷  

ডলফিনদের শাঁখ দিয়ে মাছ ধরার কথা শুনলাম৷ বিষয়টা দারুণ আকর্ষণীয়৷ ডলফিনের বুদ্ধিমত্তার বহুকথা আমরা জানি৷  সেইসব ঘটনা থেকে আমরা বলতেই পারি জলে বসবাসকারী  প্রাণীদের মধ্যে ডলফিন সব থেকে বুদ্ধিমান প্রাণী৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক