রবি ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী | পাঠক ভাবনা | DW | 10.05.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রবি ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী

রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষে ঢাকা এবং কলকাতায় রবীন্দ্র স্মরণ আয়োজন নিয়ে পরিবেশনার জন্য ডয়চে ভেলের প্রতি কৃতজ্ঞতা জানাই...

এই বিশেষ দিনটির স্মরণে আমরা এখানকার বাঙালিরা প্রতি বছরের মত এবারও নতুন দিল্লির রবীন্দ্র ভবন প্রাঙ্গনের মুক্তমঞ্চে সাহিত্য একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, ললিতকলা একাডেমি, পশ্চিমবঙ্গ সরকার, দিল্লি সরকার এবং বঙ্গীয় সাংস্কৃতিক

আসোসিয়েশনের যৌথ আয়োজনে রবীন্দ্রসঙ্গীত ও কবিতা পাঠ, গীতিনাট্য পরিবেশনের মধ্য দিয়ে স্মরণ করলাম কবিগুরুকে৷

রবীন্দ্রনাথ তাঁর লেখনীর মাধ্যমে আমাদের জীবনচর্চা, সংস্কৃতি, কৃষ্টিকে যেভাবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন ঠিক একইভাবে আমদের দৈনন্দিন হাসিকান্না, অনন্ত যন্ত্রণা ও তাঁর লেখনীতে প্রকাশ করে গেছেন৷ তাঁর অসামান্য

প্রতিভায়, নিরলস সাধনায় এই উপমহাদেশের অগণিত বাংলা ভাষা-ভাষী মানুষকে এক বিশেষ মর্যাদা দিয়ে গেছেন৷ আমাদের সকল প্রকার মানবিক

অনুভূতিতে আমরা আজও তাঁরই শরণাপন্ন হই৷ তাঁরই সার্ধশতবর্ষ জন্ম বছরে নিবেদন করলাম আমার অন্তরের শ্রদ্ধার্ঘ৷ সুভাষ চক্রবর্তী, শাস্ত্রী ভবন, নতুন দিল্লি-১১০০০১, ভারত

সমাজ-সংস্কৃতি, আবহাওয়া, অর্থনীতি, খেলাধুলা, রাজনৈতি, ইতিহাস, ঐতিহ্য, কি নাই ডয়চে ভেলেতে৷ আমি মনে করি ডয়চে ভেলে একটি পরিপূর্ণ বেতার কেন্দ্র৷ শ্রোতাদের দীর্ঘদিনের চাওয়া ছিল ডয়চেভেলেকে FM এ পাবার৷ সেটিও আজ পূর্ণ হয়েছে এখন যেন শ্রোতাদের চাইবার কিছু থাকলোনা৷

এখন ঢাকার শ্রোতারাও শত ব্যস্ততার মধ্যে ঠিকই তাদের পকেটের মোবাইল ফোনের মাধ্যমে অতি সহজেই শুনতে পারছে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান৷ বর্তমানে শেয়ার ব্যবসা একটি অত্যাধুনিক ব্যবসা এবং এ ব্যবসার পরিধি দিন দিন বাড়ছে, বিশেষ করে ঢাকা ও চট্রগ্রামে, তাই ডয়চেভেলে যদি শেয়ার বাজারের খবরাখবর প্রচার করে তাহলে ব্যস্ততম রাজধানী ঢাকা বাণিজ্যিক শহর চট্রগ্রামে ডয়চেভেলে শ্রোতসংখ্যা আর বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস৷ তাই আমরা ডয়চেভেলে থেকে প্রতিদিনের শেয়ার বাজারের খবরাখবর জানতে চাই৷

‘‘ আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে

বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে

পার হয়ে যায় গরু পার হয় গাড়ি

দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি৷’’

২৫শে বৈশাখ রবিঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী। বিশ্ব কবির এই জন্মদিনে আমাদের সোনার বাংলা রেডিও ক্লাবের পক্ষ থেকে ডয়চে ভেলে বাংলা বিভাগের সব্বাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মো : গোলাম রসুল ,সোনার বাংলা রেডিও ক্লাব,হরিপুর, খড়িখালী, ঝিনাইদহ, বাংলাদেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী কবিগুরু রবীন্দ্রনাথের নামে যে বিশ্ববিদ্যালয় করার কথা ঘোষণা দিয়েছেন তা জেনে গোটা ভারতের জনগণের হয়ে তাঁকে অভিনন্দন জানাই৷ চন্দ্র শেখর রায়, বাজিতপুর, নদীয়া, ভারত৷

সকালের অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ডয়চে ভেলের শ্রদ্ধার্ঘ দারুণ লাগলো৷ কবির নিজের কন্ঠের গান বাড়তি পাওনা৷ সকলকে ধন্যবাদ৷ রতন কুমার পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

৯ মে তারিখের বিজ্ঞান ডটকম শুনলাম৷ আধুনিক বিজ্ঞানের চমত্কার এক অবদান আই ড্রাইভার নামের নতুন সফ্টওয়ার এবং এর কার্যপ্রণালীসহ মজার ও তথ্যমূলক এ পর্বটি ভীষণ ভাল লাগল৷ ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷আব্দুল কুদ্দুস মাস্টার, শাপলা ডয়চে ভেলে এন্ড শর্টওয়েভ লিসনার্স ক্লাব, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম৷


রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে ঢাকারপ্রতিবেদনটি ভাল লেগেছে, আরো ভাল লেগেছে বার্লিনে বাংলা নববর্ষ উদযাপন নিয়ে প্রতিবেদন৷ সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ৷ দিদারুল আলম শিকদার, কর্নফুলি আইডিয়াল লিসনার্স ক্লাব, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, বাংলাদেশ৷

এই বিষয়ে অডিও এবং ভিডিও