1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেরিল হল

১১ অক্টোবর ২০১২

বহুমুখী প্রতিভার অধিকারী মার্কিন এই সংগীত তারকা প্রায় পাঁচ দশক যাবৎ পেয়ে এসেছেন সাফল্য ও জনপ্রিয়তা৷ ১১ই অক্টোবর এই সংগীত শিল্পীর ৬৬তম জন্মবার্ষিকী৷

https://p.dw.com/p/16Ng1
ছবি: Fotolia/Freesurf

৭০'এর গোড়া থেকে সংগীত শিল্পী জন ওটসকে নিয়ে, গীতিকার, সুরকার, প্রযোজক, বাদক ও গায়ক হিসাবে সংগীত জগতে শুরু হয় ডেরিল হলের সাফল অগ্রযাত্রা৷ তাঁর রচিত প্রথম অ্যালবাম ‘হল অ্যান্ড ওটস' তাঁকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি৷

৭০ ও ৮০'র দশকে হল এবং ওটস বিংশ শতাব্দীর অন্যতম সেরা সংগীত জুটি হিসেবে পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা৷ একাধিক অ্যালবামের মধ্য দিয়ে জয় করেছিলেন বিশ্বের অসংখ্য সংগীত অনুরাগীর হৃদয়৷ এ সমস্ত অ্যালবামের অধিকাংশ গানের গীতিকার ও সুরকার ডেরিল হল৷ এ সময় প্রায়ই বিখ্যাত বিলবোর্ড হিট সংগীতের তালিকায় প্রথম দশটি গানের একটি হিসেবে স্থান অধিকার করে থাকতো তাঁদের কোনো গান৷

Symbolbild Tanzen Club Pop Musik Disko Plattenteller Turntables ausgehen
এ সমস্ত অ্যালবামের অধিকাংশ গানের গীতিকার ও সুরকার ডেরিল হল (ফাইল ফটো)ছবি: Fotolia/Valery Sibrikov

ডেরিল ফ্র্যাঙ্কলিন হলের জন্ম ১৯৪৬ সালে, অ্যামেরিকার পেনসিলভানিয়ার পোট্সটাউন শহরে৷ হাই স্কুল শেষ করার পর ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ে সংগীত অধ্যয়ন করেন তিনি৷ এ সময়ই পড়াশোনার পাশাপাশি ৬০-এর দশকের বেশ কিছু খ্যাতিমান সংগীত শিল্পী, যেমন বিখ্যাত সৌল ও ‘আর অ্যান্ড বি' সংগীত শিল্পী স্মোকি রবিনসন বা সংগীত গোষ্ঠী ‘টেম্পটেশন'-এর সংস্পর্শে আসেন ডেরিল৷ আর সেই থেকেই শুরু হয় তাঁর সংগীত চর্চা৷

১৯৬৭ সালে তাঁর পরিচয় হয় গিটার বাদক, গীতিকার ও গায়ক জন ওটসের সাথে৷ ১৯৬৯ সালে তিনি গঠন করেন স্বল্প স্থায়ী সংগীত গোষ্ঠী ‘গালিভার'৷ এর কিছুকাল পর, জন ওটসের সঙ্গে তিনি শুরু করেন তাঁর সংগীত জীবন৷ চুক্তিবদ্ধ হন অ্যাটলান্টিক রেকর্ডস-এর সাথে আর তারপর থেকে একের পর এক হিট গান বেরোয় বাজারে৷

একক সংগীত শিল্পী হিসেবেও তিনি পেয়েছেন সমান সমাদর ও স্বীকৃতি৷ বহু খ্যাতিমান শিল্পীর জন্য তিনি রচনা ও প্রযোজনা করেছেন গান৷ তাঁর দীর্ঘ ধারাবাহিক সংগীত জীবনে বিরতি ঘটেনি৷ অসংখ্য অ্যালবাম বেরিয়েছে বাজারে৷ ২০১১ সালে মুক্তি পায় তাঁর সাম্প্রতিক অ্যালবাম ‘লাফিং ডাউন ক্রাইং'৷ ‘সং রাইটার্স হল অফ ফেম'-এ অভিষিক্ত হওয়া ছাড়াও আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন ডেরিল হল৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য