1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রংপুর, রাজশাহী থেকে আজ পৌরভোট শুরু হচ্ছে

১২ জানুয়ারি ২০১১

পৌরভোট শুরু হচ্ছে আজ থেকে৷ শেয়ারবাজারের সূচক বেড়ে গেছে রেকর্ড পরিমাণে আর ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি৷ আজকের সংবাদপত্রের খবরাখবর৷

https://p.dw.com/p/zwT1
ব়্যাব, পৌরভোট, বাংলাদেশ, রাজশাহী, রংপুর, শেয়ারবাজার, সূচক, ঢাকা, আইনশৃঙ্খলা, সংবাদপত্র
ভোটকেন্দ্রের প্রহরার পথে ব়্যাব সদস্যরাছবি: DPA

উৎসবের মেজাজে শুরু হচ্ছে পৌরভোট

দৈনিক কালের কণ্ঠ, ইত্তেফাক সহ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকম, প্রায় সব সংবাদপত্র এবং সংবাদমাধ্যমেরই শীর্ষ শিরোনাম আজ স্বাভাবিকভাবেই পৌরভোট নিয়ে৷ ইত্তেফাক বলছে, দীর্ঘ সাত বছর পর উৎসবের মেজাজে শুরু হচ্ছে পৌরভোট৷ প্রসঙ্গত রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি পৌরসভায় বুধবার ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে দেশব্যাপী পৌর নির্বাচন৷ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন৷ আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত একটানা ভোটগ্রহণ হবে৷ নির্বাচন-সংশ্লিষ্ট পৌরসভাগুলোয় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে৷ দেশের দুশ ৫৭টি পৌরসভায় ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এবারের পৌর নির্বাচনে ৬৯ লাখেরও বেশি ভোটার রয়েছে পৌর এলাকায়৷ মোট প্রার্থী সাড়ে ১৫ হাজার৷ আগামীকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে খুলনা ও বরিশাল বিভাগের ৪৯টি পৌরসভায়৷ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পৌরসভা নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন এর বাছাইকৃত পৌরসভাসমূহে ইতিমধ্যেই সশস্ত্রবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন শুরু করেছেন৷

শেয়ার বাজারের সূচক রেকর্ড পরিমাণে বেড়ে গেল

সর্বোচ্চ পতনের পরদিনই সূচকে সর্বোচ্চ বৃদ্ধি দেখেছে ঢাকার পুঁজিবাজার, বেড়েছে প্রায় সব শেয়ারের দাম৷ তবে মার্জিন লোনের নতুন হার না মানায় বিভিন্ন ব্রোকারেজ হাউসে বিক্ষোভ হয়েছে৷ মঙ্গলবার দিনের লেনদেন শুরুর প্রথম আধ ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ৮৭০ পয়েন্ট বেড়ে যায়৷ বেলা ৩টায় লেনদেন শেষে সূচক ৭৫১২ দশমিক ০৯-এ দাঁড়িয়েছে, যা দিনের শুরুর চেয়ে ১০১২ পয়েন্ট বা ১৫ দশমিক ৫৮ শতাংশ বেশি৷ ইত্তেফাকের খবর, লেনদেন শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে মূল্য নিয়ন্ত্রক সার্কিট ব্রেকার (বৃদ্ধির-হ্রাসের শেষ সীমা) ছুঁয়ে যাওয়ায় ১৯৫টি কোম্পানির লেনদেন স্থগিত হয়ে যায়৷ বিক্রেতাশূন্য হয়ে পড়ে শেয়ারবাজার৷ এদিকে বর্ধিত ঋণসুবিধা না দেওয়ায় রাজধানীতে কয়েকটি হাউসে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে৷

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঢাকায়

ইত্তেফাকের অনুসন্ধানী প্রতিবেদন জানাচ্ছে, রাজধানীতে গত ১০ দিনে খুন, ডাকাতি, চুরি ও চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে বেড়ে গেছে৷ আর এসব ঘটনায় অধিকাংশ অপরাধী থেকে গেছে ধরা-ছোঁয়ার বাইরে৷ এই ১০ দিনে রাজধানীতে কুপিয়ে, শ্বাসরোধ করে এবং গুলি করে হত্যার ঘটনা ঘটেছে৷ একই সঙ্গে চাঁদার দাবিতে গুলি করে গুরুতর জখম করা হয়েছে কয়েক জনকে৷ পুলিশ কর্তাদের অবশ্য দাবি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক৷ অথচ গত ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীতে ১৫ জন খুন হয়েছে৷ টেলিফোনে চাঁদাবাজির সঙ্গে সঙ্গে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনা বেড়েছে৷ গত ১০ দিনে রাজধানীতে চাঁদার দাবিতে ২১টি সন্ত্রাসী হামলা হয়েছে৷ ফলে ভুক্তভোগীরা চাঁদাবাজদের ভয়ে পুলিশের কাছে যেতে সাহস পাচ্ছে না৷ ভুক্তভোগীরা বলছেন, চাঁদাবাজদের রয়েছে রাজনৈতিক কানেকশন৷ এছাড়া গত ১০ দিনে তিনটি দুর্ধর্ষ ডাকাতিসহ মোট ৫১টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে৷ রাজধানীর অভিজাত এলাকা থেকে চুরি হয়েছে ৯টি গাড়ি৷

সংকলন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই