1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রং অনেক কিছু বদলে দিতে পারে

২২ অক্টোবর ২০১৯

রং, আলো, উত্তাপ, পরিবেশ, আবেগ – এ সবের মধ্যে যে সম্পর্ক আছে, তা নিয়ে সন্দেহ নেই৷ কিন্তু তার মাত্রা পরিমাপ করা সহজ নয়৷ তবে বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে আরও কিছু জ্ঞান অর্জন করা সম্ভব হয়েছে৷

https://p.dw.com/p/3Rjgm
Homosexualität im Tierreich | Tümmler - Bottlenose Delphine
ছবি: picture-alliance/Mary Evans Picture Library

কড়া স্যাচুরেশন ও তীব্র রংয়ের ক্ষেত্রে স্বেচ্ছাসেবীদের মধ্যে সবচেয়ে বেশি শারীরিক প্রতিক্রিয়া দেখা গেছে৷ সে ক্ষেত্রে ত্বকের কন্ডাকটিভিটি বেড়ে যায়, উত্তেজনা ও উদ্দীপনাবোধও বাড়ে৷ এর কারণ সম্পর্কে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত শুধু অনুমান করতে পারেন৷ মনস্তাত্ত্বিক হিসেবে ড. ডানিয়েল ওবারফেল্ড-ট্ভিস্টেল মনে করেন, ‘‘বলা যায়, স্বাভাবিক পরিবেশে স্যাচুরেটেড রং অত্যন্ত বিরল৷ সে কারণেই সম্ভবত সেটি বেশি চোখে পড়ে, বিশেষ অর্থ বহন করে৷

''কড়া স্যাচুরেটেড রংয়ের মধ্যেও লাল রংয়ের বিশেষ ভূমিকা রয়েছে৷ লাল রং বিপদ অথবা গভীর আবেগের প্রতীক হওয়ায় সম্ভবত দুইয়ের মধ্যে সম্পর্ক আছে বলে মনে হয়৷ ড. ওবারফেল্ড-ট্ভিস্টেল বলেন, ‘‘এ ক্ষেত্রে মানুষের মুখচ্ছবির রংয়ের পরিবর্তনের কথা ভাবা উচিত৷ শারীরিক স্পর্শ টের পেলে, মনে ভীষণ ক্রোধ জাগলে অথবা যৌন বোধের মতো কোনো এক পরিস্থিতিতে আমরা উত্তেজিত বা উদ্দীপ্ত হই৷ লাল রং দেখলে হয়তো এমন পরিস্থিতির কথা মনে পড়ে যায় এবং সেই অনুযায়ী উত্তেজনা ফিরে আসে৷''

রং আমাদের কর্মদক্ষতার উপর প্রভাব ফেলে কিনা, তৃতীয় পরীক্ষার মাধ্যমে তা জানার চেষ্টা চলছে৷

উৎপাদকদের দাবি, আমাদের উপর এই রংগুলির সরাসরি প্রভাব রয়েছে৷ গোলাপী রং নাকি আমাদের শান্ত করে এবং নীল রং নাকি একগ্রতা বাড়ায়৷ লাল রং আমাদের সক্রিয় করে তোলে৷ নিরপেক্ষ সাদা রং অনেকটা মানদণ্ডের একক হিসেবে কাজ করে৷

এই পরীক্ষার আওতায় স্পেস বা স্থান সম্পর্কে ধারণা, স্মৃতিশক্তি এবং যৌক্তিক ভাবনাচিন্তার ক্ষমতার ভিত্তিতে সব মিলিয়ে ১৭০ জন তরুণ-তরুণীকে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে৷

তাঁরা কি ভালোভাবে, নিশ্চিন্ত মনে, একগ্রতার সঙ্গে পরীক্ষা দিতে পেরেছেন?

একজন তা পারেন নি৷ আরেকজনের মতে, রং খুব আরামদায়ক হলেও তিনি কোনো পরিবর্তন টের পান নি৷ কেউ বা কিছুই টের পান নি৷ সেটাই হলো ঘটনা৷ মূল্যায়নের ফলাফল অনুযায়ী কোনো রংই পরীক্ষার ফলাফলের উপর নেতিবাচক বা ইতিবাচক প্রভাব ফেলে নি৷ অর্থাৎ এই পরীক্ষায় রংয়ের মাধ্যমে কর্মদক্ষতা বাড়ানোর কোনো লক্ষণ পাওয়া যায় নি৷

উত্তাপ সংক্রান্ত পরীক্ষার ফলাফল কী বলে? দুই দলই ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উষ্ণ মনে করেছেন৷ ২২ ডিগ্রির মাথায় প্রায় সবাই শীতে কাঁপতে শুরু করে সোয়েটার পরে নিয়েছেন৷ উত্তাপ আরও কমলে অপ্রত্যাশিত একটি বিষয় চোখে পড়েছে৷ নীলাভ আলোর নীচে যে দল ছিল, সোয়েটার পরেও তাঁদের কাঁপুনি থামে নি৷ লালচে আলোর নীচে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে মাত্র ৬ শতাংশ সোয়েটারের উপর একটি জ্যাকেট চাপিয়েছেন৷ নীলাভ আলোর দলে প্রায় ৬০ শতাংশ সেই কাজ করেছিলেন৷

অর্থাৎ ‘ঠাণ্ডা' ও ‘গরম' আলোর ক্ষেত্রে যেমনটা ভাবা হয়েছিল, তার চেয়েও বেশি কিছু সত্য বটে৷ ড, ক্রিস্টফ ভিৎসেল মনে করেন, ‘‘একবার ভেবে দেখুন, আপনি সরাসরি সূর্যের আলোর নীচে রয়েছেন৷ সেই আলোও কিন্তু আরও লালচে, হলদেটে৷ ছায়ায় বা মেঘাচ্ছন্ন আকাশের নীচে থাকলে হালকা নীলাভ আলো থাকে৷ সে ক্ষেত্রে তাপমাত্রা আরও শীতল৷ আমার ধারণা, মানুষ তার জীবনের অভিজ্ঞতার মাধ্যমে আলোর রং সম্পর্কে ধারণা অর্জন করে, তাপমাত্রার সঙ্গে পরিস্থিতির সংযোগ ভেবে নেয়৷''

এর অর্থ, আমরা অবচেতন মনে ‘উষ্ণ চিন্তা' করে থাকি৷ এখনো অনেক বিষয়ে গবেষণা বাকি রয়েছে৷ কিন্তু আমাদের উপর রংয়ের যে প্রভাব রয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই৷ কখনো সচেতনভাবে, কখনো অবচেতন মনে৷

আনা গালনস্কা/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য