1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যোধপুরের পর ভিলওয়াড়াতে সংঘর্ষ, দিল্লিতেও হাঙ্গামা

৫ মে ২০২২

রাজস্থানে যোধপুরের পর এবার ভিলওয়াড়াতেও হাঙ্গামা। দিল্লিতে ওয়েলকাম এলাকায় দুই সম্প্রদায়ের মানুষের সংঘর্ষ।

https://p.dw.com/p/4AqS0
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।ছবি: Aamir Ansari/DW

ইদের আগের রাতে যোধপুরে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। ঈদের সকালেও একপ্রস্থ হাঙ্গামা হয়। এরপর ১৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরে এক হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। কিছু এলাকায় ইন্টারনেট বন্ধ। যোধপুরে হাঙ্গামার রেশ কাটতে না কাটতে আবার ঝামেলা শুরু হয়েছে ভিলওয়াড়ায়। বুধবার রাতে সেখানে সঙ্গানের এলাকায় দুই যুবক যখন খাবার খাচ্ছিলেন, তখন তাদের মারধর করা হয়। তাদের বাইক জ্বালিয়ে দেয়া হয়।

এই ঘটনার পরেই ভিলওয়াড়ায় উত্তেজনা বাড়ে। এখানেও কর্তৃপক্ষ একদিনের জন্য ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। জেলাশাসক আশিস মোদী জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। দুই যুবকের মধ্যে একজনের মাথায় সামান্য আঘাত লেগেছিল। তবে সেই আঘাত গুরুতর নয়। অন্যজনের আঘাতও সামান্য। তিনি এলাকায় শান্তিরক্ষার এবং গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন। রাজস্থান পত্রিকার রিপোর্ট বলছে, বাইকে আগুন দেয়ার আগে আক্রমণকারীরা স্লোগানও দেয়। আর পুলিশ জানিয়েছে, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে।

যোধপুরে কার্ফিউ

সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, যোধপুরে ৬ মে পর্যন্ত কার্ফিউ জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে কোনো সহিংসতা হয়নি।

পুলিশের ডিজিপি এমএল লাথের জানিয়েছেন, যোধপুরের ঘটনায় ১২টি এফআইআর দায়ের করা হয়েছে। মোট ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতায় নয়জন পুলিশ কর্মী আহত হয়েছেন।

দিল্লিতে সংঘর্ষ

বৃহস্পতিবার রাতে উত্তরপূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় একটি পার্কে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩০ জনকে আটক করা হয়েছে। সম্প্রতি দিল্লির জাহাঙ্গিরপুরি এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

উত্তরপূর্ব দিল্লির পুলিশের ডিসি সঞ্জয় জৈন জানিয়েছেন, রাতে তারা একাধিক ফোনকল পান। প্রাথমিকভাবে পার্কে একটি সামান্য বিষয় নিয়ে বাচ্চারা মারামারি করে। তারপর বড়রা সেখানে হাজির হন। দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে পাথর ছোঁড়াছুঁড়ি শুরু হয়। এই ঘটনার পরে বেশ কিছু মানুষ পার্কে জড়ো হন। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দেয়। সেখানে তখন কিছু বয়স্ক মানুষ দুই পক্ষকে বোঝানোর কাজ করছিলেন। প্রচুর পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। প্রত্যেককে পুলিশ বাড়ি পাঠিয়ে দেয়।

এরপর সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ৩০ জনকে আটক করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে তাদের দাবি।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)