1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যোগাসনের মাধ্যমে লাহোরের দুঃস্বপ্ন ভুলতে চাইছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা

২০ মার্চ ২০০৯

গত ৩রা মার্চ লাহোরে সন্ত্রাসী হামলায় প্রাণে বেঁচে গেলেও ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছিলেন শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সদস্যরা৷ তাঁদের স্নায়ুর উপর যে চাপ পড়েছিল, তা কাটানো মোটেই সহজ নয়৷

https://p.dw.com/p/HGPg
লাহোরে শ্রীলংকার ক্রিকেটারদের উপর জঙ্গি হামলা পর সরিয়ে নেয়া হচ্ছে খেলোয়াড়দের (ফাইল ফটো)ছবি: AP

এই অবস্থায় তাঁরা সঙ্কট কাটানোর নতুন পথ খুঁজছেন৷ যেমন শুক্রবার তাঁরা যোগাসন ও নিঃশ্বাস-প্রশ্বাসের বিশেষ কৌশল শিখলেন ভারতের ব্যাঙ্গালোর শহরে ‘আর্ট অফ লিভিং ফাউন্ডেশন'এর যোগাসন বিশেষজ্ঞ স্বামী সদইয়োজানাথের কাছ থেকে৷ ২৩ জন ক্রিকেটারকে এই সব কৌশল দেখিয়ে স্বামী সদইয়োজানাথ বলেন, নিঃশ্বাস-প্রশ্বাস ঠিকমতো নিতে পারলে শরীর ও মনের মধ্যে ভারসাম্যের য কোনো অভাব দূর করা যেতে পারে৷ শ্রীলঙ্কার ক্রিকেটাররা লাহোরের দুঃস্বপ্ন ভুলে কীভাবে আবার ক্রিকেট খেলায় মন দিতে পারেন, সেই পথ দেখাতে চেয়েছেন তিনি৷

উল্লেখ্য, লাহোর হামলায় শ্রীলঙ্কার ৭ জন খেলোয়াড় ও দলের ব্রিটিশ সহকারী কোচ আহত হয়েছিলেন৷ নিহত হয়েছিলেন পুলিশকর্মী সহ মোট ৮ পাকিস্তানী নাগরিক৷ আহত ব্যাটসম্যান থিলান সমরাভীরা চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন৷ শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন, ডাক্তারদের এক দলও খেলোয়াড়দের মানসিক অবস্থা স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছেন৷ জুন মাসে ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগেই শ্রীলঙ্কার দল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে৷

লেখক: সঞ্জীব বর্মন, সম্পাদক: আব্দুল্লাহ আল-ফারুক