1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে শিশু জন্ম নিলো পুলিশ স্টেশনে

৪ আগস্ট ২০২০

বাসা নয়, হাসপাতাল নয়, একেবারে পুলিশ স্টেশন !  হ্যাঁ, এক শিশু পৃথিবীর আলো দেখতে পুলিশ স্টেশনের মতো অন্যরকম এক জায়গাকেই বেছে নিয়েছে৷

https://p.dw.com/p/3gO72
ফাইল ছবিছবি: Getty Images/T. Lohnes

শিশুর বাবা সোমবার সকালে প্রসব ব্যথায় কাতর স্ত্রীকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন স্থানীয় হাসপাতালে, জানায় জার্মানির বাডেন বুর্টেমব্যার্গ রাজ্যের ওবারকির্শের স্থানীয় পুলিশ৷ গাড়িতে স্ত্রীর অবস্থা দেখে সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব নয় বুঝতে পেরে পথে পুলিশ স্টেশনের মাঠেই গাড়ি থামিয়ে দেন হবু বাবা৷ 

সেখানে গাড়ির খোলা জানালা দিয়ে তার কথা শুনতে পেয়ে পুলিশ অফিসারেরা অ্যাম্বুলেন্সকে খবর দেয় এবং দুজন পুলিশ কর্মকর্তা সাহায্যের জন্য দ্রুত গাড়ির দিকে এগিয়ে যায়৷ ততক্ষণে কিন্তু কারো কোনো সাহায্য ছাড়াই ছোট্ট মেয়েটি দিনের আলো দেখে ফেলেছে! পরে অবশ্য অ্যাম্বুলেন্সে করে ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মা এবং সন্তান দুজনই সুস্থ আছে৷

এনএস/কেএম (ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান