1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে পরিবারের বাবা, ছেলে, পুত্রবধূ, নাতনিদের সবাই বাদ্যকর

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৩ মার্চ ২০২৩

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের অন্তর্গত তিলকচন্দ্রপুর নামের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা পবন বাদ্যকর সযত্নে গড়ে তুলেছেন একটি সংগীতের দল৷

https://p.dw.com/p/4OaeM

শুরুতে এই দলের মুখ্যবাদক ছিলেন তার দুই পুত্র: মনোজ ও তাপস বাদ্যকর৷ কিন্তু কোভিডের সময় সংসারের আয় বাড়াতে পাশে দাঁড়ান দুই পুত্রবধূ প্রিয়া ও চুমকি বাদ্যকর৷ পবন বাদ্যকরের কাছ থেকে স্যাক্সোফোন শিখে নেন তারাও৷ স্যাক্সোফোন হাতে যোগ দেন নাতনি সঙ্গীতা, এবং মেলোডিকা হাতে আরও দুই ছোট নাতনি, অর্পিতা ও অঙ্কিতা৷ এই ব্যান্ড এখন নিয়মিত অনুষ্ঠান করে দূর দূরান্তের গ্রামে কিংবা শহরে৷ ঘরের বউরা সারাদিন অনুশীলন অথবা অনুষ্ঠানে ব্যস্ত থাকেন বলে সংসার হাসিমুখে সামলান শাশুড়িমা অঞ্জলা বাদ্যকর৷