1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যে কারণে মার্চেও শীতের অনুভূতি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ মার্চ ২০১৯

বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারির শুরুতে অথবা মধ্য ফেব্রুয়ারিতে শীত বিদায় নেয়৷ কিন্তু এবছর মার্চেও শীত অনুভূত হচ্ছে৷ বিশেষ করে রাতে এখনও লেপ, কম্বল গায়ে দিতে হচ্ছে৷ এর কারণ কী? এটা কি কোনো অস্বাভাবিক পরিস্থিতি?

https://p.dw.com/p/3ETYc
Bangladesch Kältewelle Opfer
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

এই প্রশ্নের জবাবে শুরুতেই আবহাওয়াবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞরা যা বলছেন তা হলো, এখন শীত নেই, শীতের অনূভুতি আছে৷ গড় তাপমাত্রা গত কয়েক বছর এই সময়ে একই রকম ছিল৷ তবে এবার এই সময়ে বৃষ্টি বেশি৷ তাই রাতের তাপমাত্রা কয়েক বছরের তুলনায় কম৷ আর সে কারণেই শীতের অনুভূতি আছে, শীত নয়৷ আর এটা আবহাওয়ার কোনো অস্বাভাবিক পরিবর্তন এখন পর্যন্ত বলা যায়না৷ কারণ অতীতেও এরকম হয়েছে৷

ফেব্রুয়ারির আবহাওয়া প্রতিবেদনে দেখা যায়, এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় শতকরা ১৬২ ভাগ বেশি বৃষ্টি হয়েছে সারাদেশে৷ পশ্চিমা লঘু চাপের সঙ্গে পূবালী বাতাসের সংযোগের কারণে বৃষ্টিপাত বেড়ে যায়৷ বিশেষ করে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সারা দেশে হালকা ও ভারী বর্ষণ হয়েছে৷ ছিল বজ্রপাত ও শিলাবৃষ্টি৷ এর আগে ১৬ এবং ১৭ ফেব্রুয়ারি বৃষ্টি হয়েছে৷ ৯ ফেব্রুয়ারি বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে৷ মার্চেও একই অবস্থা৷ প্রতিদিনই রাতে অথবা দিনে বৃষ্টি হয়েছে৷

তবে এবার শিলাবৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরিমাণ বেশি: রুহুল কুদ্দুস

‘অস্বাভাবিক কিছু নয়’ 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস ডয়চে ভেলেকে বলেন, ‘‘গত বছর এই সময়ে গড় তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসই ছিল৷ এবছরও একই রকম৷ কিন্তু  রাতের তাপমাত্রা কমে যাচ্ছে, ১৩ ডিগ্রিতেও নেমে যাচ্ছে৷ এর কারণ হলো এবছর আগাম বৃষ্টি হচ্ছে৷ বৃষ্টির পরিমাণও বেশি৷ রাতের তাপমাত্রা কমে যাওয়ায় রাতে, সকালে ও সন্ধ্যায় শীত অনুভূত হচ্ছে৷ এটা অস্বাভাবিক কিছু নয়৷ এবছর যে ফেব্রুয়ারির ৯ তারিখে বৃষ্টি হয়েছে, গতবছরও কিন্তু এই সময়ে বৃষ্টি হয়েছে৷ তবে এবার শিলাবৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরিমাণ বেশি৷’’

তিনি আরো বলেন, ‘‘সাধারণভাবে ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে শীত বিদায় নিলেও দেশের উত্তরাঞ্চলে ফাল্গুন, এমনকি চৈত্র মাসের প্রথম দিকেও সকালেও ও সন্ধ্যায় শীত অনুভূত হয়৷’’

‘কুয়াশা হওয়াটা ব্যতিক্রম'

এখনো পরিস্থিতিতে আগাম বৃষ্টি ছাড়া নতুন ধরণের কোনো পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে নেই: ড. তৌহিদা রশীদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তৌহিদা রশীদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘বৃষ্টিপাত, তাপমাত্রা এইসব বিষয় বিবেচনা করা ছাড়াও আমাদের অনুভূতির বিষয় আছে৷ সেটাকে আমরা বলি ফিলিং টেম্পারেচার৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই সময়ে গত বছরের মতোই আছে৷ এখন সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস৷ বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমছে৷ ফলে শীত অনুভূত হচ্ছে৷ এটাকে আমরা এখনো কোনো অস্বাভাবিক পরিস্থিতি মনে করছিনা৷’’

তিনি বলেন, ‘‘তবে আমরা ডাটাগুলো নিয়ে তুলনা করে দেখছি৷ কারণ গতকাল (৪ মার্চ) কুয়াশা ছিল৷ এটা একটু ব্যতিক্রম৷ এটা কেন হলো? আমাদের বিশ্লেষণ করে তথ্য পেতে ২-১ দিন সময় লাগবে৷’’

তাঁর মতে, ‘‘এখন পর্যন্ত পরিস্থিতি যা তাতে আগাম বৃষ্টি ছাড়া আর নতুন ধরণের কোনো পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে নেই৷’’

কৃষিতে প্রভাব

জলবায়ু পরিবর্তনের কারণে এমন হচ্ছে সেটা বলার সময় এখনো আসেনি: গওহর নাইম ওয়ারা

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নাইম ওয়ারা ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা আবহাওয়ার স্বাভাবিক চরিত্র৷ কয়েক বছর পরপরই ফাল্গুন মাসের শুরুতে বৃষ্টিপাত হয়৷ এটা প্রতি চার বছর পর পর একটা সাইকেল আছে৷ আমাদের ওইভাবে প্রস্তুতি না থাকায় হঠাৎ বা নতুন মনে হয়৷ খনা বলেছেন, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূণ্য দেশ৷ যদি মাঘের শেষে বা ফাল্গুনের শুরুতে বৃষ্টির প্রবণতা না থাকতো তাহলে হাজার বছর আগে খনা জানলেন কীভাবে?’’

তিনি বলেন, ‘‘তবে আমাদের চাষাবাদের পদ্ধতিতে পরিবর্তন আসায় এই বৃষ্টিতে আলুর ক্ষতি হচ্ছে৷ পিয়াজ, রসুনের ক্ষতি হচ্ছে৷ কারণ এগুলো এখনো মাঠে আছে৷ তবে শিলাবৃষ্টি না হয়ে স্বাভাবিক বৃষ্টি হলে লিচু এবং আমের জন্য ভালো৷ ইটভাটার ক্ষতি হচ্ছে৷ এখানে মালিকের চেয়ে শ্রমিকের ক্ষতি হচ্ছে বেশি৷ কারণ ইট পোড়ানোর ভাটার মধ্যে কাঁচা ইট ঢোকানোর পর টাকার হিসাব করা হয়৷ বৃষ্টিতে আগেই কাঁচা ইট নষ্ট হয়ে যাচ্ছে৷ ফলে এবার আগাম বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইটভাটার শ্রমিকরা৷’’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের কারণে এমন হচ্ছে সেটা বলার সময় এখনো আসেনি৷’’

মঙ্গলবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে৷ সোমবার রাতে এবং মঙ্গলবার দিনে বৃষ্টি হয়েছে৷ মঙ্গলবার ভোররাতে এবং সকালে সারাদেশে শীত অনুভূত হয়েছে৷