1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দেখান হল সাকা চৌধুরীকে

১৯ ডিসেম্বর ২০১০

যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দেখান হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে৷ ৩০শে ডিসেম্বর ট্রাইবুন্যালের সামনে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ঠিক জমেনি তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতাল৷

https://p.dw.com/p/QfyQ
সালাউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid

যুদ্ধাপরাধ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের আবেদন করা হয় ১৪ই ডিসেম্বর৷ ১৪ই ডিসেম্বর ভোরে তাকে গ্রেপ্তার করা হয় হরতালের সময় নাশকতার মামলায়৷ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে৷ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এই মামলায় কারাগারে আটক থাকবেন৷ তবে ৩০শে ডিসেম্বর তাকে ট্রাইবুন্যালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে, যা সাংবাদিকদের জানান, ট্রাইবুন্যালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু৷

তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রামের গুডস হিলের বাসা মুক্তিযুদ্ধ চলাকালে নির্যাতন ক্যাম্প হিসেবে ব্যবহার করা হত৷ সালাউদ্দিন কাদের চৌধুরী নতুন চন্দ্র সিংহকে প্রার্থনারত অবস্থায় টেনে হিঁচড়ে নিয়ে গুলি করে হত্যা করেন৷ এছাড়া ঊনষাট পাড়ায় ৫৯ জন এবং জগত মল্লপাড়ায় ৩৫ জনকে হত্যা করা হয় তার নেতৃত্বে৷

ট্রাইবুন্যালে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফকরুল ইসলাম তার জামিন আবেদন বা গ্রেপ্তারের বিরুদ্ধে আবেদন না করে ট্রাইবুন্যালের বিচারকদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন৷ ফলে আদালতে তারা শুনানীর সুযোগ পাননি৷

এদিকে সাকা চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে ঢিলেঢালা ও নিরুত্তাপ হরতাল পালন হয়েছে৷ বিএনপির নেতা-কর্মীদের মাঠে তেমন দেখা যায়নি৷ মাঠে ছিলেন আওয়ামী লীগ , নাগরিক সমাজ এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারা৷ তারা সবাই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার দাবী করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী