1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধ বিধ্বস্ত গাজার জন্য ৯শ মিলিয়ন ডলারের মার্কিন পরিকল্পনা

সাগর সরওয়ার২৪ ফেব্রুয়ারি ২০০৯

যুদ্ধ বিধ্বস্ত গাজার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ৯০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশী অর্থ সহায়তা দেবার বিষয়ে একটি পরিকল্পনা করছে৷ গাজার সড়ক যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে কৃষি খামার পর্যন্ত সব কিছু বিধ্বস্ত অবস্থায় রয়েছে৷

https://p.dw.com/p/GzyJ
গাজা এখনো বিধ্বস্তছবি: AP

মার্কিন কর্মকর্তারা অর্থ সহায়তা দেবার বিষয়টি প্রকাশ করেছে৷ বিভিন্ন সংস্থার হিসাব অনুসারে ইসরায়েলী হামলায় গাজায় যে ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ২ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে৷ ইসরায়েলী হামলায় সেখানে অন্তত ১৩০০ মানুষ নিহত হয়েছে৷

এই অর্থ সহায়তার বিষয়টিকে মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে৷ জাতিসংঘের মাধ্যমে এই অর্থ গাজার পূর্ননির্মানে খরচ করা হবে৷ কর্মকর্তারা স্পষ্ট করে এই কথা জানিয়ে দিয়ে বলেছেন, এই অর্থ খরচ করার কোন অধিকার গাজার নিয়ন্ত্রক হামাস গোষ্ঠিকে প্রদান করা হবে না৷ আগামী সপ্তাহে মিশরের রাজধানি কায়রোয় গাজা ইস্যু নিয়ে যে সম্মেলন হতে যাচ্ছে সেখানে পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটন এই সহায়তার কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন৷

অবশ্য এর আগে বুশ প্রশাসন ক্ষমতায় থাকাকালে গাজার জন্য ৮৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল৷ সেই অর্থ গাজার শরনার্থীদের জীবন যাপনের মান বাড়ানোর কাজে ব্যহার করার কথা উল্লেখ করা হয়েছিল৷

আগামী ২ মার্চ থেকে যে সম্মেলনটি মিশরে শুরু হচ্ছে, সেটি মূলত একটি দাতা সম্মেলন৷ গত ডিসেম্বরে ইসরায়েলী হামলার শিকার হওয়া গাজার মানুষকে মানবিক সহায়তা দিতেই এই সম্মেলন৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপসহ মধ্য প্রাচ্যের দাতা গোষ্ঠী এবং দেশগুলো এখানে অংশ নেবে৷ এখানে মানবিক সহায়তার বিষয়টি ছাড়াও গাজায় স্থায়ী শান্তি চুক্তি ফিরিয়ে আনতে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, তা নিয়েও আলোচনা হবে৷ বিশেষ করে নেতানয়াহুকে ইসরায়েলের সরকার গঠনে সে দেশের প্রেসিডেন্টের আমন্ত্রনের পর এই সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ন বলে উল্লেখ করা হচ্ছে৷