1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধ আর সহিংসতার চেয়ে দূষণে বেশি মানুষ মারা যাচ্ছে

২০ অক্টোবর ২০১৭

যুদ্ধ, দুর্যোগ আর ক্ষুধার চেয়ে এখন প্রতি বছর দূষণে বেশি মানুষ মারা যাচ্ছে৷ এমনকি এসব কারণে বিশাল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বলেও এক গবেষণাপত্রে বলা হয়েছে৷ মোট মৃত্যুর অর্ধেকের বেশি ঘটছে মাত্র দুটি দেশে৷

https://p.dw.com/p/2mE5K
ছবি: Getty Images/K. Frayer

বৃহস্পতিবার ‘দা ল্যান্সেট মেডিকেল জার্নাল-'এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ধূমপান, ক্ষুধা বা প্রাকৃতিক দুর্যোগের চেয়ে পরিবেশ দূষণে বেশি মানুষ মারা যাচ্ছে৷

গবেষণাটি বলছে, ২০১৫ সালে বিশ্বব্যাপী  যে ৯০ লাখ মানুষ অকালমৃত্যুর মুখে পড়ে তাদের প্রতি ছয় জনের একজন বায়ু বা পানি বিষক্রিয়ায় সৃষ্ট রোগের কারণে মারা যায়৷

এর মধ্যে বায়ু দূষণ ৬৫ লাখ ও পানি দূষণ ১৮ লাখ মৃত্যুর জন্য দায়ী৷

গবেষকদের মতে, যে ৯০ লাখের অকালমৃত্যুর এ সংখ্যা ধূমপানের কারণে মৃত্যুর চেয়ে দেড় গুণ বেশি এবং এইডস, যক্ষা ও ম্যালেরিয়ায় মোট মৃত্যুর চেয়ে তিনগুণ বেশি৷ মৃত্যুর এই সংখ্যা যুদ্ধ বা অন্যান্য সহিংসতায় নিহতের সংখ্যার চেয়ে ১৫ গুণ বেশি৷

দূষণজনিত কারণে শতকরা ৯২ ভাগ মৃত্যু ঘটছে স্বল্প বা মধ্য-আয়ের উন্নয়নশীল দেশগুলোতে৷ এর মধ্যে তালিকার শীর্ষে আছে ভারত, ২৫ লাখ এবং তারপরই চীনে ১৮ লাখ৷

Indien Luftverschmutzung Diwali
ছবি: picture-alliance/dpa/M.Swarup

অর্থনৈতিক লোকসান

গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, দূষণের কারণে মৃত্যু, অসুস্থতা ও কল্যাণ তহবিলের পেছনে বর্তমানে ব্যাপক ৪ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার বা বিশ্ব অর্থনীতির শতকরা ৬ দশমিক ২ ভাগ ব্যয় হচ্ছে৷

গবেষনার লেখক ও গ্লোবাল পলিউশন ওয়াচডগ পিওর আর্থ এর প্রধান রিচার্ড ফুলার বলেন, ‘মানুষ কি বুঝতে পারে না যে দূষণ কী পরিমাণ অর্থনীতির ক্ষতি করে৷ অসুস্থ বা মৃত ব্যক্তিরা অর্থনীতিতে কোন অবদান রাখতে পারে না৷ উল্টো তাদেরই  দেখাশোনা করতে হয়৷' 

উদ্বেগের কারণ যুক্তরাষ্ট্র

‘দা ল্যান্সেট' এর সম্পাদক পামেলা দাস ও রিচার্ড হর্টন বলেন, এটি একটি উদ্বেগপূর্ণ সময়, স্কট প্রুয়েটের নেতৃত্বে মার্কিন সরকারের যে পরিবেশ সুরক্ষা সংস্থা কাজ করছে তা পরিবেশ সংক্রান্ত নিয়মকানুনগুলোকে উপেক্ষা করে৷

ইতিমধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ‘ক্লিন পাওয়ার প্ল্যান' বাতিল করা হবে বলে চলতি মাসে ঘোষণা দিয়েছেন প্রুয়েট৷

এএম/ এসিবি (এএফপি, রয়টার্স, এপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য