1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্যের প্লিমাথে গুলি, মৃত বহু

১৩ আগস্ট ২০২১

দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের প্লিমাথে শহরে গুলির লড়াই। অন্তত ছয় জনের মৃত্যু। জঙ্গি আক্রমণ নয়, দাবি পুলিশের।

https://p.dw.com/p/3yvsS
যুক্তরাজ্য
ছবি: Ben Birchall/empics/picture alliance

বৃহস্পতিবার বিকেলের দিকে আচমকাই একের পর এক গুলি চলতে শুরু করে দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের প্লিমাথে শহরে। পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের দল সেখানে পৌঁছে যায়। ততক্ষণে ছয়জনের মৃত্যু হয়েছে। বহু মানুষকে আহত অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মধ্যে একজন আততায়ী আছে বলে জানিয়েছে পুলিশ।

এখনো পর্যন্ত যা জানা গেছে

ঠিক কী ঘটনা ঘটেছিল। কতজন বন্দুকধারী জড়ো হয়েছিল। দুই পক্ষের মধ্যে গুলি চলেছে নাকি, বন্দুকধারীরা সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। পুলিশ আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করছে না। তারা কেবল জানিয়েছে, ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে এবং এটি জঙ্গি হামলা নয়। স্থানীয় মানুষের কাছে পুলিশের আবেদন, ঘটনার ছবি বা ভিডিও যেন সমাজমাধ্যমে দেওয়া না হয়। উত্তেজনা ছড়ালে ব্যবস্থা নেওয়া বলেও জানিয়েছে প্রশাসন।

স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পরেই তারা সেখানে সাধারণ অ্যাম্বুলেন্স এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়। চিকিৎসক এবং নার্সদেরও পাঠানো হয় ঘটনাস্থলে। তারাই সেখান থেকে আহতদের হাসপাতালে নিয়ে আসে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।

কালো দিন

স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল টুইট করে দুঃখপ্রকাশ করেছেন। সাধারণ মানুষের কাছে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। প্রীতি জানিয়েছেন, পুলিশের সঙ্গে তার কথা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। দ্রুত জনগণকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় রাজনৈতিক নেতা জনি মার্কারও জানিয়েছেন, ঘটনাটি সন্ত্রাসী হামলা নয়। তিনিও সকলকে শান্ত থাকার অনুরোধ করেছেন।

স্থানীয় মানুষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোটা এলাকাটি পুলিশ ঘিরে দিয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখান থেকে এভিডেন্স সংগ্রহ করছেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)