1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাজ্যে করোনার রেকর্ড বৃদ্ধি, হাসপাতাল ভর্তি

২৯ ডিসেম্বর ২০২০

যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি। হাসপাতালে জায়গা নেই। নতুন ধরনের করোনার প্রকোপেই এই হাল যুক্তরাজ্যের।

https://p.dw.com/p/3nIsc
যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড বৃদ্ধি হয়েছে। ছবি: Jane Barlow/PA Wire/dpa/picture alliance

যুক্তরাজ্যে করোনা আক্রান্তের নতুন রেকর্ড। সোমবার একদিনে ৪১ হাজার ৩৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটা হলো নতুন প্রজাতির করোনা ভাইরাসের জন্য, যা আগের থেকে অনেক দ্রুত ছড়ায়। হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় হাসপাতালে জায়গার অভাব দেখা দিয়েছে। জরুরি নয়, এমন সব চিকিৎসা বন্ধ করে দেয়া হয়েছে। খুব জরুরি বা করোনা আক্রান্ত ছাড়া আর কোনো চিকিৎসা সেখানে হচ্ছে না। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫৭ জন।

যুক্তরাজ্যে যখন পুরোদমে টিকা দেয়ার কাজ চলছে, তখন করোনার এই প্রকোপে সরকার রীতিমতো চিন্তিত। ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মেডিকেল ডিরেক্টর ডয়েল জানিয়েছেন, ''নতুন প্রজাতির ভাইরাস ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে। তাই দ্রুত করোনা ছড়াচ্ছে। আমরা খুবই চিন্তিত। বিশেষ করে হাসপাতালগুলির অবস্থা নিয়ে। তবে এই ভাইরাস আগের থেকে মারাত্মক বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।''

যুক্তরাজ্য-জুড়ে এখন করোনার কড়াকড়ি চলছে। নিত্যপ্রয়োজনীয় নয় এমন সব দোকান বন্ধ। রোস্তোরাঁ বন্ধ। ঘরোয়াভাবে সামাজিক মিলনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। দক্ষিণপূর্ব ইংল্যান্ডে যে হারে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, তা থেকে মনে হচ্ছে, করোনার প্রথম ঢেউয়ের থেকেও এ বারের প্রকোপ বেশি।

সোসাইটি অফ অ্যাকিউট মেডিসিনের সাবেক প্রেসিডেন্ট নিক স্ক্রিভেন বলেছেন, এত মানুষ হাসপাতালে ভর্তি, এই ঘটনাই রীতিমতো চিন্তার।

করোনামুক্ত থাকল না অ্যান্টার্কটিকাও

রাশিয়ার স্বীকারোক্তি

রাশিয়া স্বীকার করেছে, তারা আগে করোনায় মৃতের যে সংখ্যা জানিয়েছিল, বাস্তবে তা তিনগুণ বেশি। তখন সংখ্যা অনেক কমিয়ে দেখানো হয়েছিল। এর ফলে করোনায় মৃতের নিরিখে রাশিয়া এখন তিন নম্বরে এসে গেল। বেশ কিছুদিন ধরেই রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করছিলেন। কিন্তু প্রেসিডেন্ট পুটিন বারবার বলছিলেন, রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা কম। এটা তাঁদের সাফল্যের পরিচয়।

রুশ সংস্থার সংখ্যাতত্ত্ব বলছে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দুই লাখ ২৯ হাজার ৭০০ জন মারা গেছেন। তার ৮১ শতাংশই করোনায়। তার মানে এই সময় রাশিয়ায় এক লাখ ৮৬ হাজার মানুষ করোনায় মারা গেছেন।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এএফপি)