1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যমজদের বুদ্ধিমত্তার ক্ষেত্রে পরিবেশ গুরুত্বপূর্ণ

৫ ফেব্রুয়ারি ২০১৯

যমজ সন্তানরা কি শুধু দেখতেই একরকম? বুদ্ধিতেও তারা কি সমান? গবেষকদের মতে, শুধু জিন নয় বেড়ে ওঠার পরিবেশও তাদের বুদ্ধির উপর প্রভাব ফেলে৷

https://p.dw.com/p/3Cila
Vorschaubild für DW Sendung -  Projekt Zukunft: Was ist Intelligenz?
ছবি: WDR

কুয়র্ট ও ক্নুট – দু'জনেরই বয়স এক৷ দুজনেরই সমান বুদ্ধি৷ সেই বুদ্ধিমত্তা তারা উত্তরাধিকারসূত্রে পেয়েছে৷ তাদের জিনের মধ্যেই তা রয়েছে৷বিজ্ঞানীরা এখনো পর্যন্ত প্রায় এক হাজার রকমের ‘ইনটেলিজেন্স জিন' আবিষ্কার করেছেন৷ কিন্তু সম্ভবত আরও এমন জিন রয়েছে৷

কুয়র্ট ও ক্নুট-এর বিকাশ কি একই রকম হবে? স্কুল-কলেজ, পেশা বা বৃহত্তর জীবনে কি বুদ্ধিমত্তার একই রকম প্রতিফলন দেখা যাবে? তিন বছর বয়সে কুয়র্ট ও ক্নুট শিশুদের জন্য উপযুক্ত এক আইকিউ পরীক্ষায় অংশ নিয়েছে৷ তাতে ক্নুট কুয়র্ট-এর তুলনায় ভাল ফল করেছে৷ এমনটা কেন হলো?

ক্নুট-এর বাবা-মা তার সঙ্গে অনেক সময় কাটান৷ তার সঙ্গে খেলেন, কথা বলেন৷ এভাবে তার চিন্তাভাবনায় যুক্তি ও আশেপাশের পরিবেশ সম্পর্কে বোধ অনেক বাড়ছে৷ অন্যদিকে কুয়র্ট-এর বাবা-মা নিজেদের স্মার্টফোন নিয়েই বেশি ব্যস্ত থাকেন৷ ছেলেকে একাই খেলতে হয়৷ এই বয়সেই ক্নুট-এর যথেষ্ট বুদ্ধি হয়েছে৷ জিন শুধু ভিত্তিমাত্র৷ তার বিকাশের জন্য বাস্তব জগতের প্রয়োজন রয়েছে৷

মানুষের জিন ও তার পরিবেশ বুদ্ধির উপর কোন মাত্রায় প্রভাব রাখে,যমজ ভাইবোনদের নিয়ে এক গবেষণায় তা বোঝার চেষ্টা চলছে৷ যমজ সন্তানদের আইকিউ অন্যান্য ভাইবোনদের তুলনায় প্রায় সমান হয়৷ কিন্তু তারা যদি ভিন্ন ভিন্ন পরিবেশে বেড়ে ওঠে, তখন সেই মিল কমতে থাকে৷ ফলে বোঝা যায়, আইকিউ-এর উপর পরিবেশের কতটা প্রভাব রয়েছে৷

১০ বছর বয়সে এক আইকিউ পরীক্ষায় কুয়র্ট ক্নুট-কে পেছনে ফেলে এগিয়ে গেছে৷ কারণ কুয়র্ট-এর স্কুলে শিশুদের চাহিদার প্রতি আরও মনোযোগ দেওয়া হয়৷ ক্নুট-এর ক্ষেত্রে সিলেবাসের কাঠামো অনুযায়ী শিক্ষা দেওয়া হয়৷  সেখানে শিশুদের নিজস্ব আগ্রহ বা ক্ষমতার তেমন গুরুত্ব নেই৷অর্থাৎ বুদ্ধির বিকাশের ক্ষেত্রে পরিবেশ অন্তরায় হয়ে উঠতে পারে৷ তারপর পেশাগত শিক্ষার পর্যায়ে এসে ক্নুট ও কুয়র্ট নিজেদের আগ্রহ অনুযায়ী অগ্রসর হতে শুরু করে৷ বুদ্ধিমত্তার উপর জিনের প্রভাব সারা জীবন ধরে বাড়তে থাকে৷

৫০ বছর বয়সে আবার দুই ভাইয়ের দেখা৷ কুয়র্ট ডাক্তার হয়েছে৷ ক্নুট আসবাবপত্র তৈরির কাজ করে৷ তারা যে যার আগ্রহ অনুযায়ী জীবনে এগিয়ে গেছে৷ তাদের বুদ্ধিমত্তা একদিকে উত্তরাধিকার, অন্যদিকে পরিবেশের প্রভাবের সংমিশ্রণ৷