1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যখন আপনার মা আপনাকে চিনতে পারে না

১ জুন ২০১৮

একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার মায়ের ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম হয়েছে, অর্থাৎ সবকিছু ভুলে গেছেন তিনি, এমনকি আপনি কে সেটাও মনে নেই তাঁর –কেমন লাগবে?

https://p.dw.com/p/2yloK
Irak Flüchtlinge Frauen Missbrauch
প্রতীকী ছবিছবি: picture-alliance/AP/C. Thomas

অন্য আর দশটা দিনের মতো জো সকালে উঠে দেখেন তাঁর মা মলি বসে আছেন৷ কিন্তু তাঁর দৃষ্টিতে শূন্যতা৷ ‘‘কেমন আছো?'' প্রশ্ন করলে মা শুধু জো-র দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকেন৷ জো বুঝে ফেলেন কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি যে, মা নিজের ছেলেকেই চিনতে পারছেন না৷

এরপর জো মা-কে নিয়ে একটি রেস্তোরাঁতে যান৷ সেখানে গিয়ে প্রশ্ন করেন ‘‘ চিনতে পারছো আমাকে?'' মা বলতে থাকেন, ভাবতে হবে৷ জো জানতে চান, ‘‘ চেনা চেনা লাগছে?'' মা বলেন, তিনি কিছু ভাবতে পারছেন না৷

এরপর জো সেখান থেকে বেরিয়ে এসে কান্নায় ভেঙ্গে পড়েন৷ মা তাঁকে চিনতে পারছেন না–এটা যেন তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না৷ তাই তিনি ডিমেনশিয়া সম্পর্কে সবাইকে সচেতন করার একটি উদ্যোগ গ্রহণ করেন৷ তিনি তাঁর মা-কে নিয়ে বেশ কয়েকটি ভিডিও সিরিজ নির্মাণ করেন ইউটিউবের জন্য৷ তিনি বলেন, ‘‘সেটা কেবল নিজের মা'র জন্য নয়, ডিমেনশিয়ায় ভুগছেন এমন সব মানুষের জন্যই আমার এই প্রচেষ্টা৷'' 

ভিডিওগুলোতে দেখা যায় মা-কে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন জো, পাশাপাশি ডিমেনশিয়া নিয়ে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছেন, যেমন ডিমেনশিয়া রোগীদের কীভাবে দেখভাল করা উচিত, কী কী জিনিস মনে রাখাটা জরুরি, কীভাবে নানা প্রশ্নের মধ্য দিয়ে স্মৃতি ফিরিয়ে আনা যেতে পারে৷ জো জানান, তিনি এখন বুঝতে পারছেন যেসব পরিবারে ডিমেনশিয়ার রোগী রয়েছেন, তাঁদের জীবন কতটা কষ্টের, কেননা, প্রিয়জন তাঁকে ভুলে গেছে, এটা মেনে নেয়া খুবই কঠিন৷ জো বলেন, ‘‘আমি এত প্রশ্ন করি একটা বাক্যের জন্য যখন মা আমাকে বলবে ‘জো, আমার ছেলে, আমি তোকে ভালোবাসি৷'''

ভিডিও সিরিজের প্রথম পর্বটি সম্প্রতি ফেসবুক পাতায় পোস্ট করেছে ‘ভাইরাল মোমেন্টস'৷ ভিডিওটি মে মাসের ২৬ তারিখে পোস্ট করার পর এ পর্যন্ত দেখা হয়েছে ৩০ লাখেরও বেশি বার৷ ৪০ হাজার বার শেয়ার হয়েছে এটি৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য