1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিআফ্রিকা

ম্যার্কেলের অফিসের কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

১৭ নভেম্বর ২০২০

এক মিশরীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক চ্যান্সেলর ম্যার্কেলের প্রেস অফিসের কর্মী ছিলেন৷ কর্মরত অবস্থায় মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসকে তথ্য দিয়ে সহায়তা করায় তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে৷

https://p.dw.com/p/3lPKn
জার্মান চ্যান্সেলরের মুখপাত্র স্টেফেন জাইবার্টের সঙ্গে ম্যার্কেলছবি: picture-alliance/dpa/K. Nietfeld

গত জুলাই মাসে এ বিষয়ে জার্মান মনিটরিং বিভাগের এক বাৎসরিক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়৷ সোমবার জার্মানির পাবলিক প্রসিকিউটর চ্যান্সেলর ম্যার্কেলের প্রেস অফিসে (বিপিএ) কর্মরত এই মিশরীয় বংশোদ্ভূত জার্মান নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনেন ৷ মিশরীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক আমিন কে কমপক্ষে ২০১০ এর জুলাই থেকে মিশরের জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসকে (জিআইএস) তথ্য দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ এবং অন্য এক মিশরীয় নিয়োগের মাধ্যমে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে ৷ যা শেষ পর্যন্ত ব্যর্থ হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ সন্দেহভাজন ব্যক্তি ১৯৯৯ সালে বিপিএ-র ভিজিটর সার্ভিসে কাজ শুরু করেছিলেন, বর্তমানে বিপিএ-র নেতৃত্বে রয়েছেন জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের মুখপাত্র স্টেফেন জাইবার্ট৷ বিদেশে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে৷

গণতন্ত্রের প্রতি সম্ভাব্য হুমকি সম্পর্কে জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগ (বিএফভি) তার বার্ষিক প্রতিবেদনে গত জুলাই মাসে এই অভিযোগটি জনসমক্ষে প্রকাশ করে ৷ এ ব্যাপারে সে সময় জার্মান প্রেস অফিস বেশিরভাগ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করে৷ তাছাড়া ভিজিটর সার্ভিসেরও সেসময়ে সেসব ডেটা বা তথ্য পাওয়ার সুযোগ ছিলোনা৷

 জুলাই মাসের গোয়েন্দা প্রতিবেদনে সাধারণভাবে উল্লেখ করা হয় যে, জার্মানিতে বসবাসকারী মিশরীয়দেরও তাদের দেশের ‘জিআইএস’ এবং জাতীয় সুরক্ষা পরিষেবা ‘এনএনএস’ সাথে সম্পৃক্ততা থাকতে পারে৷

এনএস/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য