1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল ফোনের চার্জার না থাকায় দুর্ব্যবহার

১৫ অক্টোবর ২০১৮

মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে উবারের গাড়িতে উঠে এমন ঘটনা ঘটিয়েছেন এক নারী৷ গাড়ি ক্যামেরায় রেকর্ড হওয়া তাঁর আচরণ হয়েছে ভাইরাল৷

https://p.dw.com/p/36XsH
USA Dienstleistungsunternehmen Uber
ছবি: picture alliance/dpa/Imaginechina/Da Qing

অন্য সব দিনের মতোই উবার অ্যাপের মাধ্যমে যাত্রী পেয়ে তাঁকে গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিলেন চালক৷ কিন্তু এমন অভিজ্ঞতা হয়নি তাঁর কখনো৷

গাড়িতে উঠেই সেই নারী চালকের কাছে চাইলেনমোবাইল ফোনের চার্জার৷ ভদ্রভাবেই চালক বললেন, তাঁর গাড়িতে কোনো চার্জার নেই৷ এরপরই শুরু আসল ঘটনা৷

কেন চার্জার থাকবে না, সে অভিযোগে দুর্ব্যবহার শুরু করলেন যাত্রী৷ অকথ্য ভাষায় গালিগালাজে অতিষ্ট হয়ে একসময় পুরো ঘটনা ক্যামেরায় রেকর্ড করতে শুরু করলেন চালক৷

দুর্ব্যবহারের এক পর্যায়ে চালকের আসনে পেছন থেকে ধাক্কা দিতে শুরু করলে চালক গাড়ি চালানো থামিয়ে রাস্তার পাশে পার্ক করেন, বলেন, ‘‘আপনাকে নিয়ে আমি যাবো না৷''

যাত্রী সেই সময় তাঁর বয়ফ্রেন্ডকে ডাকার হুমকি দেন, এক পর্যায়ে চালককেই বলেন পুলিশ ডাকতে৷ চালক বলেন, পুলিশ ডাকলেও সমস্যা নেই, কারণ, তিনি কোনো অপরাধ করেননি এবং পুরো ঘটনা রেকর্ড হচ্ছে৷

তখন নারী কিছুটা শান্ত হলে আবার গাড়ি চালানো শুরু করেন, বলেন, যাত্রী আর কোনো খারাপ ব্যবহার না করলে তাঁকে গন্তব্যে পৌঁছে দেবেন৷ কিন্তু তখনই আবার তেলেবেগুনে জ্বলে ওঠায় চালক আবার গাড়ি থামাতে বাধ্য হন৷

এক পর্যায়ে থেমে থাকা গাড়ির কাঁচ নামিয়ে পথচারীদের পুলিশ ডাকার অনুরোধ করেন যাত্রী৷ তবে তাতে সাড়া দেননি কেউ৷

এসময় চালককে ভয় দেখানোর জন্য গাড়িতে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, এমন অভিযোগ আনার হুমকিও দেন সেই নারী৷

কিন্তু তাতেও লাভ হয়নি৷ চালক ছিলেন তাঁর অবস্থানে অনড়৷

শেষ পর্যন্ত কী হয়েছে, তা অবশ্য ভিডিওতে স্পষ্ট হয়নি৷ তবে, ঠাণ্ডা মাথায় পুরো বিষয়টা মোকাবিলা করায় চালক পেয়েছেন সবার প্রশংসা৷ উবার চালকের সঙ্গে এক তরুণীর দুর্ব্যবহারের এই ভিডিও দেখা হয়েছে এক কোটিরও বেশি বার৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান