1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর কাছে পাক সন্ত্রাসবাদের কথা তুললেন কমলা হ্যারিস

২৪ সেপ্টেম্বর ২০২১

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রথমবার বৈঠক করলেন নরেন্দ্র মোদী। সেখানে হ্যারিস পাক সন্ত্রাসবাদের প্রসঙ্গ তুললেন।

https://p.dw.com/p/40mb9
হোয়াইট হাউসের ব্যালকনিতে মোদী ও কমলা হ্যারিস। ছবি: REUTERS

নরেন্দ্র মোদীর সঙ্গে কমলা হ্যারিস একমত যে, ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মনে করেন, পাকিস্তানের উচিত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। হ্যারিসের মতে, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ভারত ও অ্যামেরিকার নিরাপত্তা যাতে বিঘ্নিত না করতে পারে, সেটা পাকিস্তানকে দেখতে হবে।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, কমলা হ্যারিস মনে করেন, ''পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদত দিচ্ছে কি না, তার উপর কড়া নজর রাখা দরকার।''

হোয়াইট হাউসে বৃহস্পতিবার মোদী ও হ্যারিস এক ঘণ্টা ধরে বৈঠক করেন। দুই নেতার এটাই প্রথম বৈঠক। সেখানে ভারত-মার্কিন সম্পর্ক ছাড়াও সন্ত্রাসবাদ, আফগানিস্তান, ইন্দো-প্যাসিফিক, গণতন্ত্রের বিপদের মতো বিষয়গুলি নিয়ে কথা হয়।

পররাষ্ট্রসচিব শ্রিংলা জানিয়েছেন, ''সন্ত্রাসবাদের প্রসঙ্গ যখন আসে, তখন কমলা হ্যারিস নিজে থেকেই পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন। তিনি এই বিষয়ে একমত হন যে, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি কাজ করছে। তিনি বলেন, পাকিস্তানকে এই গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।''

গত জুনে কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদী। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, কমলা হ্যারিস বিশ্বের অনেক মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। মোদী জানিয়েছেন, হ্যারিস প্রকৃত বন্ধুর মতো এবং পরিবারের একজনের মতোই কথা বলেন।

মোদী বাইডেনের সঙ্গেও বৈঠক করবেন। তিনি কোয়াড শীর্ষ বৈঠকে অংশ নেবেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

জিএইচ/এসজি (এএনআই, রয়টার্স, এপি)