1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোগাদিশুতে ২ জঙ্গির তাণ্ডবে নিহত ৩০

২৫ আগস্ট ২০১০

সোমালিয়ার নিরাপত্তা পরিস্থিতির করুণ দশা ফুটে উঠলো আরেকবার৷ মঙ্গলবার মোগাদিশুতে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একাধিক সংসদ সদস্য৷ জঙ্গি গোষ্ঠী আল-শাবাব ইতিমধ্যে স্বীকার করে নিয়েছে হামলার দায়৷

https://p.dw.com/p/OvGJ
হোটেল মনার সামনে সরকারি সেনারাছবি: AP

দুই জঙ্গির হামলা

মঙ্গলবার মাত্র দু'জন আল-শাবাব জঙ্গি তাণ্ডব ঘটাল মোগাদিশুর হোটেল মনায়৷ কয়েক ঘণ্টার তাণ্ডবলীলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩০ জন৷ এদের মধ্যে ৬ জনই সংসদ সদস্য৷ পুরো হোটেলটি তছনছ করে দেয় আল-কায়েদা সমর্থিত এই দুই জঙ্গি৷ এরপর হোটেল বারান্দায় দাঁড়িয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি৷ এতে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ৷ বিস্ফোরণের তীব্রতায় প্রাণ হারায় অপর জঙ্গিও৷ আল-শাবাব আর আফ্রিকান ইউনিয়ন সমর্থিত সোমালি সেনাদের মধ্যকার তীব্র সংঘর্ষের দ্বিতীয় দিনে ঘটলো এই আত্মঘাতী হানা৷

সরকারের মন্তব্য

সোমালিয়ার উপ প্রধানমন্ত্রী আব্দিরহমান হাজি আদেন আত্মঘাতী জঙ্গি হামলার কথা স্বীকার করেছেন৷ তিনি বলেন, হামলায় ৩০ জন নিহত হয়েছেন৷ এদের মধ্যে ছয়জন সংসদ সদস্য, চারজন সরকারি কর্মচারি৷ আর বাকিরা সাধারণ মানুষ৷

Soldaten der Al-Shabab-Miliz vor Mogadischu
আল-শাবাব সন্ত্রাসী গোষ্ঠীর কয়েক সদস্যছবি: AP

হামলার দায় স্বীকার

হোটেল মনা মোগাদিশুর প্রেসিডেন্ট প্রাসাদের খুব কাছেই অবস্থিত৷ এই হোটেলটি এতদিন সংসদ সদস্যদের নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়ে আসছিল৷ জঙ্গিরা তাই সরকারি সেনার বেশ ধরে হোটেলে প্রবেশ করে৷ এরপর চালায় হত্যাযজ্ঞ৷ আল-শাবাব মুখপাত্র শেখ আলী মোহাম্মদ রাগে এই হামলার দায় স্বীকার করেছেন৷ তবে কেন এই হামলা তা জানাননি তিনি৷

শারিয়া আইনের নামে সন্ত্রাস

এখানে বলা প্রয়োজন, আল-শাবাব গোষ্ঠীকে তুলনা করা হয় আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর সঙ্গে৷ ইসলামি শারিয়া আইন ব্যবস্থা চালু তাদের উদ্দেশ্য৷ তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত৷

আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে৷ একইসঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের সামনে দাঁড় করাতে আহ্বান জানিয়েছে সংস্থাটি৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমি হতাহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই এবং বলতে চাই ইউরোপীয় ইউনিয়ন সবসময় সোমালিদের পাশে আছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই