1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদেরও মাছ ধরতে দিতে হবে

১ আগস্ট ২০২১

জার্মানির বাভারিয়া রাজ্যের মেমিঙেন শহরে প্রায় পাঁচশ বছর ধরে নিয়মিত মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷ ১৯৩১ সাল থেকে এতে শুধু পুরুষেরা অংশ নিচ্ছেন৷ এবার মেয়েদেরও সেই সুযোগ দিতে বলেছে আদালত৷

https://p.dw.com/p/3yNm5
জার্মানির বাভারিয়া রাজ্যের মেমিঙেন শহরে প্রায় পাঁচশ বছর ধরে নিয়মিত মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷ ১৯৩১ সাল থেকে এতে শুধু পুরুষেরা অংশ নিচ্ছেন৷ এবার মেয়েদেরও সেই সুযোগ দিতে বলেছে আদালত৷
ছবি: Karl-Josef Hildenbrand/dpa/picture alliance

শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের পানি পরিষ্কার করার আগে সেখানে ট্রাউট মাছ ধরার প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করে আসছে ফিশারটাগসফেয়ারাইন ক্লাব৷ ১৬ শতক থেকে এটা চলে আসছে৷ যে সবচেয়ে বড় মাছ ধরতে পারেন তাকে ‘ফিশার কিং’ ঘোষণা করা হয়৷

১৯৩১ সালে এক আইনে বলা হয়, শহরে অন্তত পাঁচ বছর বাস করেছেন এমন পুরুষরাই শুধু প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন৷

এই আইনের বিরুদ্ধে মামলা করেন ক্রিস্টিয়ানে রেনৎস৷ তিনি ২৫ বছর ধরে ফিশারটাগসফেয়ারাইন ক্লাবের সদস্য হলেও তাকে প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হয়নি৷

জেলা আদালত রেনৎসের পক্ষে রায় দিলে ক্লাব কর্তৃপক্ষ রাজ্য আদালতে আপিল করেছিল৷ সম্প্রতি ঐ আদালতও রেনৎসের পক্ষে রায় দিয়েছে৷ এবার ক্লাব কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে যাবে কিনা সিদ্ধান্ত নেবে৷

তবে রাজ্য আদালতের রায়ের প্রতিক্রিয়ায় ক্লাবের চেয়ারম্যান মিশায়েল রুপার্ট বলেছেন, এই রায় পুরো জার্মানির অনেক ক্লাবের উপর প্রভাব ফেলবে৷ রায়ে সংগঠনের স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নেয়া হয়নি বলে মন্তব্যে করেন তিনি৷

অবশ্য রায় দেয়ার সময় বিচারক কনরাড বেস বলেছেন, প্রতিযোগিতায় অংশ নেয়ার আইন নির্ধারণের অধিকার ক্লাবগুলোর রয়েছে৷ কিন্তু এটা করতে গিয়ে কোনো ক্লাব তার সদস্যদের সঙ্গে ভিন্ন আচরণ করতে পারেনা৷

জার্মানিতে সাম্প্রতিক সময়ে অনেক সংগঠন নারীদের জন্য তাদের দরজা খুলেছে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, কেএনএ, ইপিডি, এপি)

২০১৯ সালের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান