1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েটিকে ভাগ্যবানই বলতে হবে!

১১ এপ্রিল ২০১৯

বিপদ কখনও আগে থেকে জানান দিয়ে আসে না৷ যে কারণে বিপদ মোকাবিলায় থাকে না যথেষ্ট প্রস্তুতি৷ অপ্রত্যাশিত বিপদ থেকে যখন আমরা রক্ষা পাই তখন নিজেকে ভাগ্যবানই বলে থাকি৷ এমনই এক ঘটনা দেখা গেল ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া এক ভিডিওতে৷

https://p.dw.com/p/3GbUl
প্রতীকী ছবিছবি: picture-alliance/AP Photo/J. Hill

বন্ধুদের নিয়ে একটি ইনডোর স্টেডিয়ামে খেলতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যের বাসিন্দা আইন্সলে রায়ে নামের এক তরুণী৷ একটি কুঠার নিয়ে খেলছিলেন তিনি৷ খেলার অংশ হিসেবে সামনের দেয়ালে ঝুলে থাকা ডার্ট বোর্ডকে লক্ষ্য করে একটি স্টিলের কুঠার ছুড়ে মারেন তিনি৷ লম্বা আকৃতির কুঠারটি লক্ষভ্রষ্ট হয়৷ দেয়ালের নীচের অংশে ধাক্কা লেগে তড়িৎ গতিতে ফিরে আসে কুঠারটি৷

এদিকে আইন্সলে ধারণাই করতে পারেননি যে কুঠারটি তাঁর দিকে ফিরে আসতে পারে৷ ভিডিওতে দেখা যায়, কুঠারটি ছুড়ে মারার পর সেকেন্ডের মধ্যেই সেটি ভয়ঙ্কর গতিতে তার দিকে ফিরে আসছে৷ বিষয়টি টের পেয়ে মুহূর্তেই নিজের মাথাটি সরিয়ে নেন আইন্সলে৷ ভাগ্যবানই বলতে হবে তাঁকে৷ ভয়াবহ একটি বিপদের হাত থেকে রক্ষা পান তিনি৷

এদিকে, আইন্সলে যখন কুঠারটি নিয়ে খেলছিলেন তখন পাশে থাকা তাঁর ছেলেবন্ধু মুহূর্তগুলো ভিডিও করছিলেন৷ ঘটনার মুহূর্তে এর ভয়াবহতা আন্দাজ করতে পারেননি আইন্সলে৷ পরে বন্ধুর ধারণ করা ভিডিও দেখে তিনি আন্দাজ করেন কতটা ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি৷

‘‘প্রথমে আমি বুঝতে পারিনি এটা কতটা ভয়ানক ছিল৷ কিন্তু ভিডিওটি বারবার দেখে আমি আন্দাজ করতে পেরেছি যে, কি ভয়ংকর এক বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি,'' বলেন তিনি৷ 

এপ্রিলের ৮ তারিখে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন আইন্সলে৷ এখন পর্যন্ত সেটি দেখা হয়েছে এক লক্ষ ৭৬ হাজার বার৷

এছাড়া ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে৷

আরআর/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান