1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটিশ সুপারশপের ৮৫ কোটি টাকা জরিমানা

২০ এপ্রিল ২০২১

বার্মিংহামের একটি আদালতের রায় অনুযায়ী ডেট এক্সপায়ার হয়ে যাওয়া খাবার বিক্রির দায়ে চেইনশপ টেসকোকে ৭৫ লাখ  পাউন্ড  মানে বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ কোটি টাকা জরিমানা দিতে হবে৷ 

https://p.dw.com/p/3sGz6
ফাইল ফটোছবি: Getty Images/AFP/C. Court

পিজা, সালাদের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেসব বিক্রি করায় ব্রিটিশ  চেইনশপ টেসকোকে এই জরিমানা দিতে হয়েছে তাদের৷

ডেট পার হয়ে যাওয়া বা পুরনো খাবার বিক্রি করায় টেসকোর তিনিটি শাখার বিরুদ্ধে গত ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালে মোট ২২টি মামলা হয়, এইসব মামলার খরচও বহন করতে হচ্ছে টেসকোকেই!

পিজা, আলুর সালাদ বা তৈরি খাবার এক্সপায়ার ডেটের দুই সপ্তাহ পরেও সেসব খাবার বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা৷ 

ব্রিটেনের সবচেয়ে বড় সুপার মার্কেট চেইন টেসকো এবং এর শাখা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে৷

এনএস/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য