1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইলের কারণে চালকের জরিমানা

২১ সেপ্টেম্বর ২০১৮

জার্মানির রাস্তায় সবাই ঠিকভাবে নিয়ম মেনে চলছে কিনা শুধু তা দেখতেই কাজে নেমেছিলেন ১১ হাজার পুলিশ কর্মকর্তা৷ দারুণ কাজ হয়েছে তাতে৷ এক দিনেই সতর্ক করা হয়েছে ৫১ হাজার জনকে, মোবাইল হাতে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছেন ৩,১০০ জন৷

https://p.dw.com/p/35I49
ছবি: picture-alliance/dpa/H. Hollemann

বৃহস্পতিবার সড়কে শৃঙ্খলা তদারক করতে দেশজুড়ে ব্যাপক অভিযানে নেমেছিল জার্মান পুলিশ৷১১ হাজার কর্মকর্তা একযোগে শুরু করেছিলেন অভিযান৷ পথচারী নিয়ম মেনে চলছেন কিনা, গাড়ি, মোটরবাইক বা বাইসাইকেল চালকরা কোথাও নিয়ম ভঙ্গ করছেন কিনা– এসব দেখাই ছিল মূল লক্ষ্য৷ একদিনে মাত্র কয়েক ঘণ্টা ধরে চালানো এ অভিযানের ফলাফল দেখলে সত্যিই অবাক হতে হয়৷ শুধু মনযোগ দিয়ে গাড়ি না চালানোর কারণেই সতর্ক করা হয়েছে ৫১ হাজার জনকে৷ অনেকেই গাড়ি চালানো বা হেঁটে রাস্তা পার হওয়ার সময় সিগারেট জ্বালাতে গিয়ে পড়েছেন পুলিশের খপ্পরে৷ চলেছে জেরা৷ মামলা, জরিমানাও হয়েছে অনেক ক্ষেত্রে৷

মন দিয়ে গাড়ি না চালানোর কারণে একদিনে মামলা হয়েছে ৯ হাজার ৪০০টি৷ এর মধ্যে স্মার্টফোনের কারণে জরিমানা গুনতে হয়েছে ৩ হাজার ১০০ জনের৷ তাঁদের কেউ গাড়ি চালানোর সময় ফোনে কথা বলছিলেন, কেউবা লিখছিলেন টেক্সট মেসেজ৷ জার্মানিতে মদ পান করে গাড়ি চালানো নিষিদ্ধ৷ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় ধরা পড়লে জরিমানা অবধারিত৷ মোবাইল হাতে নিয়ে গাড়ি চালানো তার চেয়েও বড় অপরাধ৷ যে মাত্রার মদ্যপান চালকদের জন্য বৈধ, তার দ্বিগুন মদ্যপান করার সমতুল্য মনে করা হয় মোবাইল হাতে গাড়ি চালানোকে৷ তবে জরিমানা এবং শাস্তি অবশ্য সমান৷ তাই মদ্যপ চালকদের মতো স্মার্টফোন ব্যবহার করতে করতে গাড়ি চালানো ওই ৩ হাজার ১০০ জনেরও হয়েছে ৬০ ইউরো জরিমানা৷ এর পাশাপাশি প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্সে জমা হয়েছে একটি করে নেতিবাচক পয়েন্ট৷ এমন পয়েন্ট যত জমবে, ততই বিপদ৷ এক পর্যায়ে লাইসেন্সও কেড়ে নেয়া হয় অনেকের৷

এলিজাবেথ শুমাখার/জেডএইচ