1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির ফেরার ম্যাচে রেকর্ড গড়বেন ফাতি?

১৭ সেপ্টেম্বর ২০১৯

চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের প্রথম দিনে সবার নজর ডর্টমুন্ড স্টেডিয়ামের দিকে৷ বুধবার এই স্টেডিয়ামে মেসির বার্সেলোনার মুখোমুখি হচ্ছে বোরুসিয়া ডর্টমুন্ড৷ কে জিতবে? তার চেয়েও বেশি আগ্রহ বার্সার বিস্ময় আনসু ফাতিকে ঘিরে৷

https://p.dw.com/p/3PihA
Ansu Fati, FC Barcelona
ছবি: Getty Images/A. Caparros

লা লিগায় বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে কমবয়সি খেলোয়াড় হিসেবে গোল করা আনসু ফাতি বোরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামলে চ্যাম্পিয়ন্স লিগে কাতালান ক্লাবটির সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও হয়ে যাবেন৷ গিনি বিসাউয়ের ১৬ বছর ৩২২ দিন বয়সি এই খেলোয়াড় এ ম্যাচে গোল পেলে ক্লাব ফুটবলে ইউরোপের সেরা মঞ্চে সবচেয়ে কম বয়সি গোলদাতাও হয়ে যাবেন৷

গত শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়েই গোল করেছিলেন ফাতি৷ ডর্টমুন্ডের বিপক্ষে একাদশে সুযোগ পেলে আরো দুটি রেকর্ডে যে ফাতি নাম লেখাতে চাইবেন তাতে আর সন্দেহ কী!

অবশ্য বার্সা ভক্তরা মুখিয়ে আছেন মেসিকে দেখতে৷ মৌসুম পূর্ব প্রীতি ম্যাচে উরুতে চোট পেয়েছিলেন৷ সেই থেকে তিনি মাঠের বাইরে৷ বার্সেলোনার হয়ে সর্বশেষ খেলেছিলেন কোপা ডেল রে-র ফাইনালে৷ আর সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে তাঁর সর্বশেষ ম্যাচটি ছিল কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ৷ সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন মেসি৷

তবে আশার কথা বোরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের আগে অনুশীলনে দেখা গেছে তাঁকে৷ তাই ডর্টমুন্ডের বিপক্ষে মেসি-ম্যাজিক দেখার আশায় বুক বাঁধছেন সবাই৷

মঙ্গলবারের অন্য ম্যাচগুলোতে ইন্টার মিলান মুখোমুখি হবে স্লাভিয়া প্রাহার, অলিম্পিক লিয়ঁ জেনিতের, আয়াক্স আমস্টার্ডামের প্রতিপক্ষ লিলে, বেনফিকা খেলবে জার্মানির আরেক ক্লাব বেনফিকা লাইপসিশের সঙ্গে, চেলসি খেলবে স্পেনের ভ্যালেন্সিয়ার সঙ্গে, ইটালির নাপোলির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল আর জার্মানির সালৎসবুর্গ খেলবে জেঙ্কের সঙ্গে৷

এছাড়া বুধবার বাংলাদেশ সময় রাত একটায় পিএসজির মাঠে খেলতে নামবে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য