1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেরিনকে টুপি পরানোর চেষ্টা করলেন ট্রাম্প

১১ জুলাই ২০১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানির হামবুর্গে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে নিজ দেশে ফিরে গেছেন৷ তবে হোয়াইট হাউসের উদ্দেশ্যে রওয়ানার আগে তাঁর একটি আচরণের ভিডিও ভাইরাল হয়েছে৷

https://p.dw.com/p/2gIvu
মেরিন ওয়ানে উঠতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
মেরিন ওয়ানে উঠতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পছবি: picture alliance/ZUMAPRESS

হামবুর্গ থেকে এয়ারফোর্স ওয়ানে করে ট্রাম্প প্রথমে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস-এ পৌঁছান৷ সেখান থেকে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে তাঁর হোয়াইট হাউসে যাওয়ার কথা৷ সেই লক্ষ্যেই ট্রাম্প হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছিলেন৷ কিন্তু প্রচণ্ড বাতাসে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে থাকা এক মেরিনের হ্যাট পড়ে যায়৷ তবে নিয়মের কারণে ঐ মেরিন হ্যাট না তুলে চুপ করে দাঁড়িয়ে ছিলেন৷ এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাটটি তুলে মেরিনের মাথায় পরাতে গিয়েছিলেন৷ কিন্তু বাতাসের কারণে আবারও হ্যাটটি পড়ে যায়৷ ট্রাম্প আবারও সেটি তুলতে যান৷ তবে এবার ট্রাম্পকে সহায়তায় এগিয়ে আসেন আরেক কর্মকর্তা৷ ফলে মেরিন ওয়ানে উঠে যান মার্কিন প্রেসিডেন্ট৷ তবে ওঠার আগে তিনি ঐ মেরিনের হাতে হালকাভাবে চাপড়ে দেন৷

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে৷ ট্রাম্পের সমর্থকরা প্রেসিডেন্টের দয়ালু আচরণের প্রশংসা করছেন৷ তবে বিরোধীরা বলছেন, এর মাধ্যমে ট্রাম্পের ব্যর্থতাগুলো ঢাকা সম্ভব নয়৷

জেডএইচ/ডিজি