1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেনে নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

১৩ জানুয়ারি ২০২০

দায় স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন৷ তিনি বললেন, দাবানলের মোকাবিলা আরো ভালোভাবে করা যেতো৷

https://p.dw.com/p/3W62J
ছবি: Reuters/AAP Image/M. Tsikas

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া৷ মারা গিয়েছে ৫০ কোটি প্রাণী৷ কয়েক মাস ধরে চলা দাবানল বিপর্যস্ত করে দিয়েছে অস্ট্রেলিয়াকে৷ তারপরেই শুরু হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ৷ তিনি দাবানল সামলাতে ব্যর্থ৷ এই আবহে প্রধানমন্ত্রী স্কট মরিসন স্বীকার করে নিলেন,  দাবানলের মোকাবিলা আরও ভালোভাবে করা যেত৷ এই বিপর্যয়ে সরকার যে ভাবে কাজ করেছে তা এ বার খতিয়ে দেখবেন তিনি৷ 

তবে সরকার কিছুই করেনি, এই সমালোচনা উড়িয়ে দিচ্ছেন তিনি৷ এবিসি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে মরিসন বলেছেন, কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া ও কাজ আরও ভালো হতে পারত৷

প্রধানমন্ত্রীর যুক্তি, ''কিছু বিষয় আমার আরও ভালোভাবে সামাল দেওয়া উচিত ছিল৷ এ সব হল স্পর্শকাতর   পরিবেশ সংক্রান্ত প্রশ্ন, ভাবাবেগের প্রশ্ন৷ কিন্তু প্রধানমন্ত্রীও তো রক্তমাংসের মানুষ, বিশেষ করে লোকেদের দায়িত্ব দিয়ে কাজে লাগানোর প্রশ্নে৷''

মরিসন বলেছেন, এক্ষেত্রে জাতীয় তদন্ত খুবই জরুরি৷ দরকার হলে বিচারবিভাগীয় তদন্ত হবে৷ জনস্বার্থে দেশের সর্বোচ্চ তদন্ত, রয়্যাল কমিশন জুডিশিয়াল রিভিউ হবে৷  আমি শীঘ্রই মন্ত্রিসভায় এই প্রস্তাব আনব৷ তারপর রাজ্য ও অঞ্চলগুলির সঙ্গে কথা বলব৷  যে বিষয়গুলি নিয়ে তদন্ত হবে তার মধ্য়ে আছে, স্থানীয় ও জাতীয় ক্ষেত্রে জরুরি অবস্থাকালীন পরিষেবা, সঙ্কট নিয়ে সরকারের প্রতিক্রিয়া এবং পরিবেশ বদলের প্রতিক্রিয়া৷

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও মনে করছেন, দাবানলের পিছনে পরিবেশ বদলের প্রভাব অনস্বীকার্য৷ কারণ, গ্রীষ্ম এখন দীর্ঘ, তীব্র ও আরও শুকনো হয়েছে৷ সমালোচকদের মতে, দাবানল নিয়ে অতীতে পরিবেশ বদল ও অস্ট্রেলিয়ার কয়লা শিল্পের ভূমিকার কথা মানতে চাইছিলেন না মরিসন৷ এ বার অন্তত পরিবেশ বদলের কথা তিনি বলেছেন৷ তবে মরিসন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার জাতীয়, আর্থিক, সামাজিক স্বার্থের কথা মাথায় রেখে তিনি পরিবেশ বদল রুখতে উদ্য়োগী হবেন৷  

জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)