1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভর্তি পদ্ধতি নিয়ে আলোচনার আহ্বান

২ সেপ্টেম্বর ২০১২

বাংলাদেশে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা অবসানে আলাপ আলোচনার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক৷ তিনি বলেছেন তারা যে নতুন নিয়ম করেছেন তা যে একেবারে অপরিবর্তনীয় তা নয়৷

https://p.dw.com/p/1625E
ছবি: DW

বাংলাদেশে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা অবসানে আলাপ আলোচনার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক৷ তিনি বলেছেন তারা যে নতুন নিয়ম করেছেন তা যে একেবারে অপরিবর্তনীয় তা নয়৷

আলাপ আলোচনার মাধ্যমে প্রয়োজনে পরিবর্তন হতে পারে৷ তবে আলাপ আলোচনা শুরুর আগে হাইকোর্টের রিট আবেদন তুলে নিতে হবে৷

স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে ঘোষণা করে চলতি শিক্ষা বছরে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ছাত্র ভর্তি করা হবে এসএসসি এবং এইচএসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে৷ প্রচলিত ভর্তি পরীক্ষা আর থাকবে না৷ কিন্তু সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নামেন মেডিক্যাল কলেজে ভর্তিচ্ছুদের বড় একটি অংশ৷ তারা ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে৷ তাদের দাবি, ভর্তি পরীক্ষার মাধ্যমেই এবছর মেডিক্যালে ছাত্রদের ভর্তির সুযোগ দিতে হবে৷ নতুন নিয়ম চালু করলে তার জন্য কমপক্ষে এক বছর সময় দিতে হবে৷ হঠাৎ করে নিয়ম পরিবর্তন করলে তারা ক্ষতিগ্রস্ত হবে৷

Dhaka Studentenproteste
শিক্ষার্থীরা ‘মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ' ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেছবি: DW

নতুন পদ্ধতির বিরুদ্ধে তারা হাইকোর্টে রিট আবেদনও করেন৷ গত ২৭শে আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এব্যাপারে বিভক্ত আদেশ দেয়৷ ফলে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে৷ তাই শিক্ষার্থীরা ‘মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ' ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ তাদের এই আন্দোলনের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন আন্দোলনের নামে ভাঙচুর না করে তারা আলোচনায় বসতে পারে৷ তবে তার আগে তাদের আদালতের রিট আবেদন প্রত্যাহার করতে হবে৷

তিনি বলেন, সরকার যে নতুন পদ্ধতির কথা বলছে তা যে পরিবর্তন করা যাবে না তা নয়৷ তবে তার জন্য সবাইকে বসতে হবে৷ আর তাঁর সঙ্গে আলাপ আলোচনার পথ সব সময়ই খোলা আছে৷

তবে স্বাস্থ্যমন্ত্রী নির্দিষ্ট করে বলেননি কাদের সঙ্গে আলোচনা করবেন, কোথায় আলোচনা করবেন৷ আর ‘মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থী মঞ্চ' ব্যানারে আন্দোলনরতরাও জানিয়েছেন তারা আলোচনার কোন প্রস্তাব পাননি৷

এদিকে রাতে স্বাস্থ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আজ সকালে তিনি সচিবালয়ে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য