1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেগান কন্যার রাজকীয় নাম নিয়ে বিতর্ক

৮ জুন ২০২১

প্রিন্স হ্যারি এবং ডাচেস অফ সাসেক্স মেগান এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন৷ নতুন রাজকন্যার নাম রাখা হয়েছে লিলিবেট ডায়না৷ এরই মধ্যে নাম রাখা নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷

https://p.dw.com/p/3uapT
UK Harry und Meghan
ছবি: AFP/D. Leal-Olivas

ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে ৪ জুন  মেগান মার্কেল একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন৷ রাজকন্যার পুরো নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি' ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর ৷ লিলিবেট রানি দ্বিতীয় এলিজাবেথের  ডাকনাম ৷ আর রাজকন্যার মাঝের নাম রাখা হয়েছে দাদী ডায়ানাকে স্মরণ করে৷ নতুন রাজকন্যা লিলিবেট ব্রিটিশ রাজপরিবারের সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী৷ লিলিবেট ডায়ানার জন্মের খবরে ব্রিটিশ রাজপরিবার আনন্দিত ৷ প্রিন্স উইলিয়াম এবং স্ত্রী কেট লিলিবেটের জন্মে আনন্দ প্রকাশ করেছেন৷ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন৷

অবশ্য আনন্দের খবর সামাজিক নেটওয়ার্কগুলোতে আলোড়ন তুলেছে৷ মার্চের শুরুর দিকে অ্যামেরিকান টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে মেগান এবং হ্যারি দম্পতি ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনেছিলেন যা সারা বিশ্বকে হতবাক করেছিল৷ 

শিশু লিলির নাম নিয়ে বিতর্ক

রাজকন্যা লিলির জন্ম হয়েছে সবে মাত্র চারদিন, এরই মধ্যে তার নাম হয়ে উঠছে রাজনৈতিক ইস্যু৷ হ্যারি এবং মেগানের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "লিলির নাম রানী এলিজাথের ডাক নাম অনুসারে রাখা হয়েছে৷'' রানী দ্বিতীয় এলিজাবেথকে শৈশবকালে তাঁর দাদা জর্জ আদর করে লিলিবেট বলে ডাকতেন ৷ স্বামী প্রিন্স ফিলিপও স্ত্রীকে ছোটবেলার নামেই সম্মোধন করতেন ৷

এদিকে, হ্যারির প্রয়াত মা লেডি ডায়ানার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিলিবেটের মাঝের নামটি রাখা হয়েছে "ডায়ানা' ৷ এতে  ব্রিটিশ কিছু ট্যাবলয়েড এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অনেকেই মেগান মার্কেলের প্রতি বেশ স্পষ্টভাবেই অসন্তোষ প্রকাশ করেছেন ৷ হ্যারি ও মেগানের রাজকীয় দায়িত্ব থেকে পদত্যাগের বিরুদ্ধে সমালোচকদের মতে, সম্প্রতি স্বামী হারানো বিধবা রানীকে অপমান করার জন্য তাদের কন্যার জন্য লিলিবেট নামটি বেছে নিয়েছেন ৷ অন্যরা অবশ্য এই নামকরণকে হ্যারি ও মেগানের পক্ষ থেকে রাজপরিবারের সাথে "পুনর্মিলন'' এর প্রস্তাব হিসেবে দেখছেন ৷

যুক্তরাজ্যের মেট্রো ট্যাবলয়েড এ বলা হয়, লিলিবেট নাম রাখায় রানীর প্রতি হ্যারি, মেগান দম্পতির গভীর শ্রদ্ধারই প্রতীক ৷  অন্যদিকে ডেইলি মেইলের মতে, প্রিন্স হ্যারি এবং মেগান কি নাম প্রকাশের আগে রাজতন্ত্রের অনুমতি নিয়েছেন? 

এসব যুক্তি কেন আসে?

লিলিবেট ডায়ানা উত্তরসূরি হিসেবে অষ্টম স্থান রয়েছে এবং একদিন হয়ত নিজেই সিংহাসনে বসতে পারে ৷

দ্বিতীয় রানী দ্বিতীয় এলিজাবেথ মারা যাওয়ার পরে এবং তার পুত্র প্রিন্স চার্লস রাজা হলেই কেবল লিলি আনুষ্ঠানিকভাবে রাজার নাতনি হিসাবে রাজকন্যা হতে পারবেন৷

লিলির জন্ম হয় হ্যারি ও মেগান রাজকীয় দায়িত্ব ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরে ৷ কাজেই তাদের অবস্থান নির্ভর করে আদালতের ওপর৷ রাজ পরিবারের সদস্যদের কঠোর নিয়মকানুন মেনে চলতে হয় এবং বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন রয়্যাল ভক্ত এবং সাংবাদিক রয়েছেন যারা তাদের পোশাক, পারিবারিক ছবিসহ নানাকিছু পর্যবেক্ষণ করে থাকেন৷  তাই লিলি নামটিকে ঘিরে বিতর্ক ক্ষমতার প্রশ্নের সাথে জড়িত৷

মার্চের শুরুর দিকে অ্যামেরিকার টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে মেগান এবং হ্যারি দম্পতি ব্রিটিশ রাজ পরিবারের বিরুদ্ধে পরোক্ষভাবে বর্ণবাদের অভিযোগ করেন, যা আবার প্রাসঙ্গিক হয়ে ওঠেছে৷ মেগান এবং হ্যারির প্রথম সন্তান আর্চি হ্যারিসনের জন্মের আগে রাজপরিবারের কেউ কেউ ছেলের ত্বক কতটা কালো হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল৷

মাথিয়াস বেকোনার্ট/এনএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য