1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকোয় ট্রাক থেকে ৩৭ বাংলাদেশি উদ্ধার

২১ নভেম্বর ২০২১

মেক্সিকোর দক্ষিণপূর্ব রাজ্য ভেরাক্রুজ থেকে প্রায় ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷ এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি৷

https://p.dw.com/p/43JDG
মেক্সিকোর দক্ষিণপূর্ব রাজ্য ভেরাক্রুজ থেকে প্রায় ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ৷ এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি৷
কার্গো ট্রেইলার থেকে ভেরাক্রুজ রাজ্যে আটক করা হয় অভিবাসীদেরছবি: Felix Marquez/AP Photo/picture alliance

১২টি দেশের প্রায় ৬০০ অভিবাসীকে দুইটি ট্রাকটর-ট্রেইলারের পেছনে গাদাগাদি অবস্থায় পাওয়া যায়৷ মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট-আইএনএম জানিয়েছে, তাদের বেশিরভাগই প্রতিবেশি গুয়াতেমালার৷

উদ্ধারকৃতদের ১৪৫ জন নারী ও ৪৫৫ জন পুরুষ৷ এর মধ্যে ৪১০ জন গুয়াতেমালার৷ অন্য দেশগুলোর মধ্যে ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডমিনিকান রিপাবলিকের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের চারজন রয়েছেন৷ কিউবা থেকে এসেছেন আটজন৷

এছাড়া বাংলাদেশের ৩৭ জন, ভারতের একজন, ঘানার ছয়জন ও ক্যামেরুন থেকে আসা একজনকেও উদ্ধার করা হয়৷

Mexiko Veracruz Truck Migranten Schmuggel
এমন দুইটি কার্গো ট্রাকে ৬০০ অভিবাসীকে গাদাগাদি অবস্থায় পাওয়া যায়ছবি: Felix Marquez/AP Photo/picture alliance

বার্তা সংস্থা এএফপির এক ভিডিওতে কয়কশো অভিবাসীকে আইএনএম এর কার্যালয়ের সামনে জনাকীর্ণভাবে আটকে রাখতে দেখা যায়৷  এ সময় দাঙ্গা পুলিশ তাদের ঘিরে রাখে৷ একে একে নাম ধরে ডাকার পর পরবর্তী পদক্ষেপের জন্য তাদেরকে একটি বাসে তোলা হচ্ছিল৷ এসময় অভিবাসীদের বিষন্ন ও ক্লান্ত দেখাচ্ছিল৷

আছেন গর্ভবতী নারী ও অসুস্থ মানুষ

দুইটি ট্রাকের ট্রেইলারে তাদেরকে গাদাগাদি অবস্থায় পাওয়া যায় বলে জানান স্থানীয় মানবাধিকার কমিশনের প্রধান টোনাটিউহ হার্নান্দেজ৷ তিনি বলেন, ‘‘এদের মধ্যে শিশু, অপ্রাপ্তবয়স্করা আছেন, গর্ভবতী নারী ও অসুস্থ মানুষও আমি দেখেছি৷’’

আইএনএম তাদের বিবৃতিতে জানিয়েছে, আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠানো হবে নয়তো মেক্সিকোতে বৈধভাবে থাকার সুযোগ দেয়া হতে পারে৷

মেক্সিকো দীর্ঘদিন ধরে মধ্য অ্যামেরিকা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের করিডোর হিসেবে ব্যবহার হয়ে আসছে৷ তাদেরকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সীমান্তে দেয়াল নির্মাণসহ অভিবাসনবিরোধী কঠোর অবস্থান নিয়েছিল৷ তবে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন এই বিষয়ে মানবিক হওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের স্রোত বেড়েছে৷

২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭ লাখ মানুষ অবৈধ উপায়ে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, যা এই সময়ের হিসাবে সর্বকালের সর্বোচ্চ৷

এফএস/এডিকে (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান