1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জরুরি অবস্থা ঘোষণা করবেন ট্রাম্প

Sanjiv Burman১৫ ফেব্রুয়ারি ২০১৯

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য কংগ্রেসের কাছে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তবে কংগ্রেস মাত্র ১ দশমিক ৪ বিলিয়ন ডলার দিতে রাজি আছে৷

https://p.dw.com/p/3DRNu
ছবি: picture alliance/Zuma/O. Douliery

তাই বাকি অর্থ পেতে প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স৷

মার্কিন সংবিধান অনুযায়ী, জনগণের করের টাকা খরচ করার জন্য মার্কিন প্রেসিডেন্টকে কংগ্রেস থেকে অনুমোদন নিতে হয়৷ কিন্তু নতুন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রাচীর নির্মাণের জন্য দাবি করা ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার পাচ্ছেন না ট্রাম্প৷ এর পরিবর্তে কংগ্রেস ১ দশমিক ৪ বিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে৷

তাই অবশিষ্ট অর্থ পেতে প্রেসিডেন্ট ট্রাম্প ১৯৭৬ সালের একটি আইনের সহায়তা নিচ্ছেন৷ ঐ আইনে বলা হয়েছে, প্রেসিডেন্ট চাইলে জরুরি অবস্থা ঘোষণা করে কংগ্রেসের অনুমোদন করা বিভিন্ন প্রকল্পের অর্থ অন্য খাতে ব্যবহার করতে পারেন৷ ঐ আইনে জরুরি অবস্থা সংজ্ঞায়িত করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেয়া হয়েছে৷ ট্রাম্প সেই ক্ষমতা কাজে লাগাতে চাইছেন৷ যদিও ডেমোক্র্যাটসহ রিপাবলিকানদের অনেকে মনে করছেন, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি নেই৷

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, মেক্সিকো সীমান্তে যা ঘটছে তা জরুরি অবস্থা নয়৷ তাই ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনগত কী সিদ্ধান্ত নেয়া যেতে পারে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷

পর্যবেক্ষকদের ধারণা, প্রেসিডেন্ট ট্রাম্প সেনাবাহিনীর কিছু প্রকল্প থেকে টাকা সরিয়ে প্রাচীর নির্মাণ করতে চাইছেন৷ কিংবা দুর্যোগ মোকাবিলা ও মাদক চোরাচালান ঠেকাতে বরাদ্দ করা অর্থও ব্যবহার করতে পারেন ট্রাম্প৷

জেডএইচ/এসিবি (এপি, রয়টার্স, ডিপিএ)