1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকোতে পাঁচটি সমলিঙ্গ জুটির বিয়ে

১২ মার্চ ২০১০

পাঁচটি গে এবং লেসবিয়ান জুটি মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বৃহস্পতিবার বিয়ে করেছে৷ দেশটিতে সমলিঙ্গের বিয়েকে বৈধ ঘোষণা করে এ মাসে নতুন আইন প্রণয়নের পর এটাই এ ধরণের বিয়ের প্রথম ঘটনা৷

https://p.dw.com/p/MR3y
সমলিঙ্গের বিয়ের অধিকারের দাবিতে গে এবং লেসবিয়ানদের বিক্ষোভ মিছিলছবি: DW/ Cristian Stefanescu

মেক্সিকো সিটির মেয়র মার্সেলো এবরার্ড'এর উপস্থিতিতে চারটি জুটির বিয়ের সনদপত্র স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়৷ ২০ মিনিটের সংক্ষিপ্ত বিয়ে অনুষ্ঠানের পর ওই সনদ প্রদান করা হয়৷ মেক্সিকোর রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে৷

সমলিঙ্গদের জন্য নতুন এই বিয়ের আইন চালুর আগে আগে ফেব্রুয়ারি মাসে মেক্সিকো সিটির সিভিল রেজিস্ট্রি বিচারকদের এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ সিভিল রেজিস্ট্রি বিচারক হেগেল কোর্টেস বৃহস্পতিবারের ওই বিয়ের অনুষ্ঠানে বলেন, ‘‘আজ একটা ঐতিহাসিক দিন৷'' তিনি বলেন, ‘‘এর মধ্য দিয়ে মানুষের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধিকার সমাজে অঙ্গীভূত হল৷''

এছাড়া, অপর একটি জুটি মেক্সিকোর অন্য রাজ্য থেকে বিমানে করে এসে সেখানে বিয়ে করেন৷ তবে, পৌছাতে দেরি হওয়ায় তারা সবার সঙ্গে একত্রে ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেনি৷ সারা দেশেই নতুন এই বিয়ের আইন কার্যকর হলেও, শুধুমাত্র মেক্সিকো সিটিতেই এভাবে বিয়ে করার সুযোগ আছে৷

মেক্সিকো সিটির পুরনো সিটি হলে ব্যাপক উৎসাগ উদ্দীপনার মধ্য দিয়ে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়৷ বিয়ের পর প্রথা অনুসারে নবদম্পতিরা পরষ্পরকে চুমু খান৷ এসময় হলভর্তি দর্শক করতালি আর হাসির ফোয়ারায় তাদের অভিনন্দন জানায়৷ এই জুটিদের বন্ধুবান্ধব ছাড়াও বহু উৎসুক মানুষ এতে যোগ দেয়৷

মেক্সিকোয় সমলিঙ্গদের জন্য তৈরি এই নতুন বিবাহ আইনে দম্পতিদের সন্তান দত্তক নেওয়ারও অধিকার দেওয়া হয়েছে৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : দেবারতি গুহ