1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত ভাবা মানুষটি জঙ্গলে লুকিয়ে ছিল

৬ আগস্ট ২০২০

লিথুয়ানিয়া থেকে আসা লোকটিকে কয়েক বছর থেকে মৃত বলেই সবাই জানতো, কিন্তু এখন হঠাৎ করে জীবিত অবস্থায় তাকে ইংল্যান্ডের এক জঙ্গলে পাওয়া গেছে৷

https://p.dw.com/p/3gV4Y
ছবি: picture-alliance/dpa/Cambridgeshire Police

ব্রিটিশ পুলিশ জানায়, নিখোঁজ লোকটিকে কেমব্রিজের উত্তরে বিসবেচ শহরের এক জঙ্গলে খুঁজে পাওয়া যায়৷ লোকটি নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ বছর আগে ওই অঞ্চলে কৃষিকাজে সহায়তা করতো৷ পুলিশ ধারনা করছে যে সে সময়ে ৩৫ বছর বয়সি লোকটি তার কর্ম ক্ষেত্রে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হওয়ার কারণেই সেখান থেকে সে তখন পালিয়ে গিয়েছিল৷

তবে দীর্ঘদিন লুকিয়ে থাকা লোকটি এখন পুলিশের নজরে রয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে৷ লুকিয়ে থাকাকালীন সময়ে মানুষটি কারো সাথে কোনো কথা বলেনি, কোনোরকম যোগাযোগও রাখেনি জানায়, পুলিশ বিভাগের রব হলো৷

বনের ভেতর লোকটি বছরের পর বছর ধরে বহু কষ্টে জীবনযাপন করছিলো৷ নিখোঁজ ব্যক্তিটিকে ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর লিথুয়ানিয়া থেকে আসা ছোট একটি পুরুষ দলের সাথে শেষবারের মতো দেখা গেছে, তারপর থেকে সে নিখোঁজ৷ গত নভেম্বরে হঠাৎ করে ছবি সহ ওই ব্যক্তির নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট প্রকাশ হয়৷ কিন্তু নিখোঁজ লোকটি বেঁচে ছিলেন কিনা তা তদন্তকারীরা সে সময় যাচাই করতে পারেনি৷ শেষ পর্যন্ত জুনের শেষে পুলিশ কিছুটা আঁচ করতে পেরেছে তবে বিস্তারিত কিছু প্রকাশ করেনি৷

এনএস/কেএম (ডিপিএ)