1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলিম, তাই সংস্কৃত পড়ানো যাবে না

স্যমন্তক ঘোষ নতুন দিল্লি
১৩ ডিসেম্বর ২০১৯

তিনি মুসলিম, তাই সংস্কৃত বিষয়ক বিভাগে পড়াতে পারবেন না৷ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দাবির কাছে মাথা নত করেছেন কর্তৃপক্ষ৷ যা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের বেদান্ত শিক্ষক শামিম আহমেদ৷

https://p.dw.com/p/3UjpF
ছবি: DW/S. Mishra

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিষয়ক বিভাগের শিক্ষক ফিরোজ খানের পরিস্থিতি দেখে আশঙ্কিত কলকাতার বেদান্ত শিক্ষক৷ জানালেন, ফিরোজের সঙ্গে যা হয়েছে, তা শুধু অন্যায় নয়, এ দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের বিরোধী৷ আজ বেনারসে যা হচ্ছে, কাল তার রেশ কলকাতায় পড়তে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করছেন অনেকে৷

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিষয়ক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন ফিরোজ খান৷ কিন্তু তিনি কাজে যোগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের হিন্দুত্ববাদী ছাত্রদের দল ফিরোজের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে৷ তাদের দাবি, সংস্কৃত বিভাগে কোনও মুসলিম শিক্ষককে তারা চায় না৷ ছাত্রদের দাবিকে প্রথমে গুরুত্ব দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ বরং তাঁরা ছাত্রদের বোঝানো চেষ্টা করেন যে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যশালী প্রতিষ্ঠানে এ ধরনের বিভেদের চর্চা হয় না৷ সেখানে সকলেই নিজেদের যোগ্যতা প্রমাণ করে পড়াতে আসেন৷ সংস্কৃত বিভাগে মুসলিম শিক্ষক কোনও ব্যতিক্রমী ঘটনা নয়৷ কিন্তু ছাত্ররা সে কথা মানতে রাজি হয়নি৷ তাদের আন্দোলন এক সময় এমন পর্যায়ে পৌঁছয় যে, বাধ্য হয়ে ওই শিক্ষককে অন্য বিভাগে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরিস্থিতি বিরূপ বুঝে ওই শিক্ষকও শেষ পর্যন্ত সিদ্ধান্ত মেনে নেন৷ যদিও এই ঘটনার পর গোটা দেশে প্রতিবাদে মুখর হন বিশিষ্টজনেরা৷ কলকাতাতেও প্রতিবাদ হয়৷ সেখানেই আশঙ্কা প্রকাশ করেন পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের দর্শন বিভাগের শিক্ষক শামিম আহমেদ৷

২০০০ সাল থেকে বেদান্ত দর্শন পড়ান শামিম আহমেদ৷ বস্তুত, পশ্চিমবঙ্গে বেদান্ত এবং মহাভারত বিশেষজ্ঞ হিসেবে শামিম অত্যন্ত জনপ্রিয়৷ তাঁর কথায়, ''এত দিন ধরে পড়াচ্ছি, কখনও কোনও সমস্যার মুখে পড়তে হয়নি৷ ছাত্ররা কখনও আমার ধর্মীয় পরিচয় দেখে ক্লাস করতে আসেনি৷ সম্ভবত সেটা পশ্চিমবঙ্গ বলেই সম্ভব হয়েছে৷ গোটা দেশে হিন্দুত্ববাদীদের আস্ফালন যে ভাবে বাড়ছে, তাতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ঘটনা দেখে আমি বিচলিত হয়েছি কিন্তু অবাক হইনি৷''

শামিমের আশঙ্কা, পশ্চিমবঙ্গেও হিন্দুত্ববাদীরা যে ভাবে ঢোকার চেষ্টা করছে, তাতে এখানেও কিছু দিন পরে এমনই সব সংকট শুরু হবে৷

কিছু দিন আগে কলকাতায় বসে শামিমকেও হিন্দুত্ববাদীদের হুমকি শুনতে হয়েছে৷ মহাভারত নিয়ে তার একটি লেখার প্রেক্ষিতে সেই আক্রমণ করেছিল হিন্দুত্ববাদী কিছু সংগঠন৷ সরাসরি প্রশ্ন তোলা হয়েছিল শামিমের ধর্মীয় পরিচয় নিয়ে৷ শুধু তাই নয়, ফোনে বারংবার হুমকি পাওয়ার পরে শেষ পর্যন্ত তাঁকে পুলিশের কাছে যেতে হয়েছিল৷ সেই মামলা এখনও চলছে৷ শামিমের আশঙ্কা, এ ধরনের ঘটনা আরও বাড়বে৷ ফিরোজ খানের ঘটনাই তা প্রমাণ করে৷

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলে, দিল্লি ব্যুরো