1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশের ৪৭২ জনকে সম্মাননা দেবে বাংলাদেশ

২৬ ডিসেম্বর ২০১০

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশের পক্ষে অবদান রেখেছিলেন নানা দেশের বহু গুনীজন৷ এমনকি অনেক পাকিস্তানিও তখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল৷ তাদের সেই অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে বাংলাদেশ৷

https://p.dw.com/p/zpm2
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীছবি: AP

ঢাকার পত্রিকা দৈনিক মানবজমিনে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে সাহসী অবদান রাখার জন্যে সরকার ৪৭২ জনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এদের মধ্যে রয়েছেন রাষ্ট্রনায়ক থেকে শুরু করে বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক ও কূটনীতিক পর্যন্ত৷ এই তালিকায় রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রয়েছেন কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ও যুক্তরাষ্ট্রের সাবেক সেনেটর এডওয়ার্ড কেনেডির নাম৷ মাদার তেরেসা, জ্যোতি বসু ও আসমা জাহাঙ্গীর, জর্জ হ্যারিসনসহ আরও অনেকে রয়েছেন এই তালিকায়৷ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তাঁরা দেশে বিদেশে বলিষ্ঠ কণ্ঠে সমর্থন যুগিয়েছেন৷ তবে একবারে নয়, আগামী তিন বছরে পর্যায়ক্রমে এসব গুণী ব্যক্তিদের সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে৷

Edward Kennedy
মার্কিন সেনেটর এডওয়ার্ড কেনেডিছবি: AP

যাদের সম্মাননা দেওয়া হবে তাদের বেশিরভাগই ভারতের৷ মুক্তিযুদ্ধের দীর্ঘ নয়টি মাস বাংলাদেশকে সবেচেয়ে বেশি সমর্থন যুগিয়েছিল ভারত, তাই তাদের অবদানের স্বীকৃতিটাও একটু বেশি৷ জানা গেছে, ভারতের ৩১৭ জন এবং অন্যান্য দেশের ১৫৫ জনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে৷ এদের মধ্যে পাকিস্তানেরও ২১ জন রয়েছেন৷ এই তালিকার মধ্যে ২৫টি আন্তর্জাতিক ত্রাণ এবং মানবাধিকার সংস্থাও রয়েছে৷

বাংলাদেশের পক্ষে অবদান রাখা এসব ব্যক্তিকে কেবল সম্মাননা নয়, বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বও দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সম্মাননা শেষে তাদের নাম গেজেট আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷ যারা মারা গেছেন তাদের মরনোত্তর সম্মাননা দেওয়া হবে, আর যারা বেঁচে রয়েছেন তাঁদের বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে৷ ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই উদ্যোগ সফল করার জন্য কাজ চালাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই