1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্য ফিফথ এস্টেট’

৬ সেপ্টেম্বর ২০১৩

টরন্টো চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার প্রিমিয়ার হয়ে গেল বহুল প্রতীক্ষিত ‘দ্য ফিফথ এস্টেট’ মুভিটি৷ উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে নিয়ে নির্মিত ছবিটি দেখে মনঃক্ষুণ্ণ আসাঞ্জ স্বয়ং৷

https://p.dw.com/p/19d2c
LONDON, ENGLAND - JULY 13: WikiLeaks website founder Julian Assange arrives at The High Court on July 13, 2011 in London, England. Mr Assange is appealing against his extradition to Sweden over sexual assault allegations. (Photo by Peter Macdiarmid/Getty Images)
ছবি: Getty Images

গোপন তথ্য ফাঁস করে বিশ্বে রীতিমত হইচই ফেলেছিলেন তিনি৷ পেয়েছিলেন বিশ্ব পরিচিতি৷ কারো কাছে তিনি নায়ক আবার কারো কাছে বা খলনায়ক৷ কে নিশ্চয়ই বুঝতে পারছেন? কথা হচ্ছে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ-কে নিয়ে৷ গত বছর থেকেই গুঞ্জন ছিল তাকে নিয়ে নির্মিত হচ্ছে একটি ছবি৷

আর তাই দর্শকরা প্রতীক্ষায়ও ছিলেন৷ গুনছিলেন দিন৷ অবশেষে গত বৃহস্পতিবার টরন্টো চলচ্চিত্র উৎসবে ফাঁস হল তথ্য ফাঁসকারীর উপর নির্মিত মুভিটি৷ ছবিটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নামী দামী তারকারা৷

‘দ্য ফিফথ এস্টেট' যতটা না রোমাঞ্চকর, তার চেয়ে বেশি কৌতুহলোদ্দীপক৷ আসাঞ্জের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ, যিনি ইদানীং শার্লক হোমস-এর আধুনিক সংস্করণের মূল চরিত্রে অভিনয় করে বেশ সাড়া তুলেছেন৷ প্রিমিয়ারে তিনি বললেন, ‘উৎসবে দ্য ফিফথ এস্টেট' অন্য মাত্রা যোগ করেছে৷ মুভিটিকে গণ সাংবাদিকতার প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন তিনি৷

ডিজনি ও ড্রিমওয়ার্ক পরিবেশিত মুভিটি পরিচালনা করেছেন বিল কনডন৷ উৎসবে দর্শকদের উদ্দেশ্যে যিনি বললেন, ‘দ্য ফিফথ এস্টেট' মুভিতে আসাঞ্জকে বা উইকিলিকসকে বিচার করা হয়নি৷ সেখানে আসলে জটিল কিছু বিষয় তুলে ধরা হয়েছে যেখানে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে কিন্তু বেশিরভাগের উত্তর জানা নেই৷ এছাড়া স্বচ্ছতা, স্বাতন্ত্র্য এবং তথ্যের নিরাপত্তার নিয়ে লড়াইয়ের চিত্রটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন৷

আসাঞ্জের এক সময়ের অন্যতম বিশ্বস্ত সহযোগী ড্যানিয়েল ডোমশেট বার্গ-এর লেখা একটি বইয়ের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে মুভিটি৷ ২০০৭ সালে উইকিলিকসে যোগ দিয়েছিলেন ড্যানিয়েল৷

কনডন জানালেন, একটি বিষয়ের উপর ভিত্তি করে কী ভাবে মুভিটি নির্মাণ করা যায়, তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি৷ তাই এতে কিছুটা নাটকীয়তা যোগ করেছেন৷

তবে, ছবিটিতে যেভাবে তাঁকে তুলে ধরা হয়েছে, তাতে বেশ মনঃক্ষুণ্ণ হয়েছেন আসাঞ্জ এবং এর সমালোচনা করেছেন৷ অ্যান্টি-উইকিলিকস মুভি হিসেবে এটিকে আখ্যায়িত করেছেন তিনি৷ তবে, কনডন আত্মপক্ষ সমর্থন করে বলছেন, এটাতে উইকিলিকস এবং তাকে সমর্থন করে এমন সব তথ্যই তুলে ধরা হয়েছে৷

এই মুভিটি ছাড়া উৎসবে মেরিল স্ট্রিপ ও জুলিয়া রবার্টস অভিনীত অগাস্ট-ওসেজ কাউন্টি এবং ডালাস বাইয়ার্স ক্লাবও মুক্তি পেয়েছে৷

টুয়েলভ ইয়ার্স আ স্লেভ মুভিটি আজ রাতে উৎসবে মুক্তি পাবে৷ একজন স্বাধীন মানুষের ১২ বছরের দাসত্বের গল্প নিয়ে নির্মিত মুভিটি চমক হিসেবে গত সপ্তাহে টোলুরাইড চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল৷ তখন মুভিটি সমালোচকদের বেশ প্রশংসা কুড়িয়েছে এবং এটি অস্কারে মনোনীত হবে বলে আশা করা হচ্ছে৷

এপিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য