1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাখাইনে ৫ রোহিঙ্গাকে হত্যা’

৪ এপ্রিল ২০১৯

বুধবার মিয়ানামারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনী হেলিকপ্টার থেকে এক দল রোহিঙ্গার উপর হামলা চালিয়েছে৷ এতে ৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন৷ গ্রামবাসী ও এক আইনপ্রণেতার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷

https://p.dw.com/p/3GFCL
ফাইল ফটোছবি: picture-alliance/NurPhoto/ R. Asad

ঘটনাটি ঘটেছে বুথিডাউং নামের একটি পৌরসভা এলাকায়৷ তার কাছেই ছিল রোহিঙ্গাদের এক সময়কার মূল বাসভূমি৷ কিন তাউং গ্রামের কমিউনিটি নেতা জাও কির আহমেদ রয়টার্সকে বলেন, ‘‘গতকাল বিকাল চারটায় সামরিক বাহিনীর হামলায় ৫ জন নিহত হয়েছেন৷ যার মধ্যে একজন আমাদের গ্রামের বাসিন্দা ছিলেন৷'' এই কারণে গ্রামের মানুষ এখন আর ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না বলেও জানান তিনি৷ 

‘ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস' বা আইসিআরসির একটি দল বুথিডাউং হাসপাতাল পরিদর্শন করেছে৷ সেখানে ১৩ জনকে আহত অবস্থায় চিকিৎসা নিতে দেখেছে তারা৷ এর মধ্যে কয়েকজনের জরুরি ভিত্তিতে সার্জারি করা প্রয়োজন বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান স্টিফেন সাকালিয়ান৷ ‘‘আইসিআরসি এবং মিয়ানমার রেডক্রস এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে৷ রোগীদের ঔষধ সরবরাহ, সিত্তয়ে হাসপাতালে স্থানান্তরসহ আমরা আমাদের দিক থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আবেদন করেছি,'' বলেন স্টিফেন সাকালিয়ান৷

রশিদ আহমেদ নামের একজন শ্রমিক রয়টার্সকে ফোনে জানান, সাই দিন উপত্যকায় কাজ করার সময় তাঁর বড় ভাই, চাচা, এবং ভাতিজার উপর গুলি চালানো হয়েছে৷ ‘‘তাঁরা যখন সেখানে কাজ করছিল, বাঁশ কেটে তা সংগ্রহ করার সময় তাঁদের উপর একটি হেলিকপ্টার হামলা চালায়,'' বলেন তিনি৷ আরও দুই গ্রামবাসীও হেলিকপ্টার থেকে হামলার বিষয়টি নিশ্চিত করেন৷

হামলার পর আহত কয়েকজনকে বুথিডাউং শহরে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের কয়েকজনের মৃত্যু হয়৷ মং কিয়াও জান নামের এক আইনপ্রণেতা এমন তথ্য জানান৷ ৫টি মরদেহ উদ্ধারের কথাও উল্লেখ করেন তিনি৷

তবে ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মিয়ানমারের সামরিক বাহিনীর মুখপাত্র৷ মেজর জেনারেল তুন তুন নাই বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সেনাবাহিনী সময়মতো এই ঘটনার ‘সত্য খবর' প্রকাশ করবে৷

গত ডিসেম্বরের পর থেকে ১৭,০০০ মানুষ রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতায় বাস্তুচ্যূত হয়েছেন৷ গত মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সেখানে মানবিক সহযোগিতা দেয়ার অনুমতি দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানায়৷

এফএস/জেডএইচ (রয়টার্স)