1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের পাঁচ সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা

২৩ অক্টোবর ২০১৮

রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া৷ এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ ধরণের পদক্ষেপ নিয়েছিল৷

https://p.dw.com/p/36zHd
Myanmar Fotoreportage Rohingya Flüchtlinge Verletzungen
ছবি: Reuters/J. Silva

ঐ কর্মকর্তাদের নেতৃত্বাধীন সামরিক ইউনিট রাখাইনে রোহিঙ্গাদের উপর চলা নিপীড়নের জন্য দায়ী বলে অস্ট্রেলিয়া জানিয়েছে৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেন, ‘‘আমি মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছি৷ এই কর্মকর্তাদের অধীনে থাকা ইউনিটগুলো মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী৷''

এই কর্মকর্তারা হলেন আউং চ জ, আউং আউং, মাউং মাউং স, থান ঔ এবং খিন মাউং স৷

নিষেধাজ্ঞার কারণে যেসব কোম্পানি এই ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেন করবে তাদের ১ দশমিক ২ মিলিয়ন ডলার জরিমানা করা হতে পারে৷ আর ঐ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক রাখা ব্যক্তিরা ১০ বছর কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানা গেছে৷

এ ব্যাপারে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের মুখপাত্র জ হিতাইকে ফোন করলে তিনি ফোন ধরেননি বলে জানিয়েছে রয়টার্স৷

অস্ট্রেলিয়া যে পাঁচ কর্মকর্তার নাম প্রকাশ করেছে, তাঁদের মধ্যে চার জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে বিচারের প্রস্তাব করেছিল জাতিসংঘ৷ সম্প্রতি প্রকাশিত সংস্থার এক প্রতিবেদনে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে গণধর্ষণ ও গণহত্যার অভিযোগ আনা হয়৷ ঐ একই প্রতিবেদনে মিয়ানমারের সেনাপ্রধানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে বিচারের প্রস্তাব করা হয়েছিল৷

তবেজাতিসংঘের আনা অভিযোগের বেশিরভাগই প্রত্যাখ্যান করেছে মিয়ানমার৷ রোহিঙ্গা ‘সন্ত্রাসীরা' এসব নির্যাতনের জন্য দায়ী বলে দাবি তাদের৷

এর আগে গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র মিয়ানমারের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল৷

এদিকে, যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়াও মিয়ানমারের সেনাপ্রধান মিন আউং লায়িংকে নিষেধাজ্ঞার আওতায় আনেনি৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য